ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাড়া কমাতে মালিকদের কলিজা কাপছে কেন: ও. কাদের

প্রকাশিত: ০০:৫৭, ২৫ মে ২০১৬

ভাড়া কমাতে মালিকদের কলিজা কাপছে কেন: ও. কাদের

স্টাফ রিপোর্টার ॥ সরকার নির্ধারিত ভাড়ার হার গণপরিবহন মালিকরা মানছেন না স্বীকার করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) গাফেলতির কারণে এটা হচ্ছে। সংস্থাটির কর্মীরা মাঠে তদারকি করছে না, তারা ঘরে বসে কাজ করে বলে অভিযোগ করেন মন্ত্রী। বুধবার দুপুরে রাজধানী সায়েদাবাদ বাস টার্মিনালে সরকার নির্ধারীত বাসভাড়া কার্যকর হচ্ছে কিনা তা সরেজমিন দেখতে এসে সংবাদকর্মীদের মন্ত্রী এসব কথা বলেন। উল্লেখ্য ২০ মে থেকে আন্তজেলা রুটের বাস ভাড়া কামানোর ঘোষণা দেয় সরকার। প্রতি কিলোমিটারে তিন পয়সা হারে বাসের ভাড়া কমানো হয়েছে। এখন থেকে কিলোমিটার প্রতি এক টাকা ৪৫ পয়সার স্থলে এক টাকা ৪২ পয়সা রাখার কথা ছিল। কিন্তু মালিক সমিতির সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদেও মতো করেই ভাড়া আদায় করছেন। এ ব্যাপারে অনেকটাই নীরব ভূমিকা পালন করছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। যদিও মন্ত্রী ওবায়দুল কাদের অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন, সরকারী নির্দেশনা অমান্যকারী পরিবহন মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিদর্শনে এসে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ভাড়া নিয়ে বিদ্যমান নৈরাজ্য বিআরটিএর ভুলে, তারা ঘরে বসে চার্ট করে, চার্টেও সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেব, বাস মালিক সমিতির সঙ্গে বসে যেন ভাড়াবৈষম্য দূর করেন। বাসমালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, একশ থেকে তিনশ কিলোমিটার পর্যন্ত সরকারের নির্দেশনা হচ্ছে তিন টাকা থেকে নয় টাকা কমানো। এটা কমাতে আপনাদের কলিজা কাঁপছে কেন?’
×