ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনির শেখ হাসিনা উইমেন্স কলেজ শ্রেষ্ট নির্বাচিত

প্রকাশিত: ২৩:৪৪, ২৫ মে ২০১৬

কালকিনির শেখ হাসিনা উইমেন্স কলেজ শ্রেষ্ট নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, (মাদারীপুর) ॥ আজ বুধবার ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কার্যক্রম উপজেলা পর্যায়ে শুরু হয় ১৩মে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে। সেখানে সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ ১০টি বিষয়ে প্রথম স্থান দখল করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। আর ১৫মে জেলা পর্যায়ে ১২টি ইভেন্টে প্রতিযোগিতা করে সেখানেও জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। এরপর আজ বুধবার ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ট নির্বাচিত হয় এই কলেজটি। এই প্রতিষ্ঠানের এমন ধারাবাহিক সাফল্যে আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরন করেছে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ। উলেখ্য দক্ষিনাঞ্চলে নারী শিক্ষার অগ্রগতি করতে ১৯৯৫সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি তার সফল্য অর্জনে ধারাবাহিকতা বজায় রেখেছে।
×