ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া ক্ষতিগ্রস্ত মানুষের খবর নেননি ॥ ভোলায় ত্রান মন্ত্রী মায়া

প্রকাশিত: ২৩:৪৩, ২৫ মে ২০১৬

খালেদা জিয়া ক্ষতিগ্রস্ত মানুষের খবর নেননি ॥ ভোলায় ত্রান মন্ত্রী মায়া

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদা জিয়া বড় বড় কথা বলেন, কিন্তু তিনি বা তার দলের কেউ একবারও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের খবর নেননি। তিনি শুধু মায়া কান্না করেন। দেশের জন্য দরদ থাকলে শেখ হাসিনার রয়েছে। বর্তমান সরকার সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন,এই ত্রাণই শেষ নয় আরো যা কিছু প্রয়োজন সব কিছু করা হবে। এসময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আজকের মধ্যেই মজুদ থাকা ত্রানসামগ্রী রয়েছে তা বিতরণের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। তজুমদ্দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চেয়ারম্যান অহিদ উল্ল্যাহ জসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক রিয়াজ উদ্দিন,ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা,জালাল উদ্দিন,লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহামেদ,ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব ,ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুনবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরী প্রমুখ।
×