ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে প্রকৌশলীকে অবরুদ্ধ করে বিক্ষোভ

প্রকাশিত: ২৩:২১, ২৫ মে ২০১৬

বরিশালে প্রকৌশলীকে অবরুদ্ধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ছাত্রাবাসের বাথরুমের পলেস্তরা খসে পড়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় এক প্রকৌশলীকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের মইনুল হায়দার ছাত্রাবাসের ছাত্ররা। খবর পেয়ে কলেজ অধ্যক্ষ ঘটনাস্থলে পৌঁছে ওই প্রকৌশলীকে উদ্ধার করে। বিক্ষুব্ধ ছাত্ররা জানান, মাত্র কয়েক মাস পূর্বে ছাত্রাবাসের সংস্কার কাজ সম্পন্ন করা হয়। সংস্কার শেষ না হতে হতেই হোষ্টেলের সামনের বাথরুমের বিশাল অংশ জুড়ে ছাদের পলেস্তরা খসে পরে এক ছাত্র আহত হয়। এর কয়েকমাস পর মঙ্গলবার দুপুরে আবারো ছাত্রাবাসের পেছনের ব্লকের বাথরুমের বিশাল অংশ জুড়ে ছাদের পলেস্তরা খসে পড়ে। এ ঘটনায় হোষ্টেলের ছাত্রদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি দেখানোর জন্য গণপূর্ণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সেলিমকে ঘটনাস্থলে ডাকা হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রদের এক প্রশ্নের উত্তরে বলেন, মৃত্যু যার যেখানে যেভাবে লেখা আছে সেখানেই হবে। এতে সাধারন ছাত্ররা ক্ষোভে তাকে কমন রুমে আটকে রেখে বিক্ষোভ করেন।
×