ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঋষি কাপুরের নামে পাবলিক টয়লেট

প্রকাশিত: ২০:০০, ২৫ মে ২০১৬

ঋষি কাপুরের নামে পাবলিক টয়লেট

অনলাইন ডেস্ক ॥ অদ্ভুত কাণ্ড করে বসেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) কিছু নেতাকর্মী। দেশটির উত্তর প্রদেশের এলাহাবাদে একটি পাবলিক টয়লেটের সামনে বসিয়েছে অভিনেতা ঋষি কাপুরের নাম। স্থানীয় সময় মঙ্গলবার এলাহাবাদের শিবাজি পার্কে এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, কংগ্রেসকে নিয়ে সমালোচনার এক সপ্তাহ পর কংগ্রেসের কিছু নেতাকর্মী একটি ‘সুলভ শৌচালয়’-এর নাম দিল ঋষি কাপুর। এ বিষয়ে জানতে চাইলে ঋষি কাপুর টিওআইকে বলেন, তিনি রোমাঞ্চিত। নিজ নামে পাবলিক টয়লেট হওয়ায় কিছু লোকের কাজে আসবেন তিনি। কিন্তু কংগ্রেসের ওই নেতাকর্মীরা কারোই কাজে আসবে না। মিড-ডে ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, নিজ নামে সুলভ শৌচালয় হওয়ায় ঋষি কাপুর গর্বিত এ জন্য যে, সুলভ শৌচালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত পছন্দের একটি প্রকল্প। গত ১৭ মে নেহরু-গান্ধী পরিবারের বিষয়ে কিছু টুইট করেন ঋষি কাপুর। ওই টুইটগুলোতে নেহরু-গান্ধী পরিবারের সদস্যদের নামে গুরুত্বপূর্ণ সড়ক, বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনার নামকরণের সমালোচনা করেন এ অভিনেতা। এর প্রতিক্রিয়া হিসেবে কংগ্রেসের নেতাকর্মীরা তাঁর নামে পাবলিক টয়লেটের নামকরণ করেছে। এ বিষয়ে ঋষি কাপুর বলেন, কংগ্রেসের এলাহাবাদ শাখার নেতাকর্মীরা তাঁর বক্তব্যের মর্মার্থ বোঝেননি। তাঁর টুইটের কোথাও নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে কিছু বলা হয়নি।
×