ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জনসমর্থনে হিলারিকে পেছনে ফেললেন ট্রাম্প

প্রকাশিত: ১৯:১৯, ২৫ মে ২০১৬

জনসমর্থনে হিলারিকে পেছনে ফেললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জনপ্রিয়তার জরিপে প্রথমবারের মতো ডেমোক্রেট দলীয় সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে এগিয়ে গেছেন রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুই প্রার্থীর মধ্যে কাকে বাছাই করবেন- এ ধরনের পাঁচটি জাতীয় জরিপের সর্বশেষ ফলাফলকে গড় করে এমন চিত্রই পাওয়া গেছে বলে জরিপকারী ওয়েবসাইট রিয়েলেক্লিয়ারপলিটিকস (আরসিপি) জানিয়েছে। রবিবার আরসিপি তাদের সর্বশেষ গড় ফলাফলে জানায়, জনসমর্থনে হিলারিকে ছাড়িয়ে ট্রাম্প এখন দশমিক ২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। দুই মনোনয়ন প্রত্যাশীর মধ্যে জনপ্রিয়তার ব্যবধানটি খুব অল্প হলেও কয়েকজন নির্বাচনী বিশ্লেষক এটিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন। এদের মধ্যে ট্রাম্পের সম্ভাব্য বিজয় নিয়ে উদ্বিগ্ন একজন বলেছেন, সম্ভবত এখন আতঙ্কিত হওয়ার সময়। গেল সেপ্টেম্বরে ও ডিসেম্বরে দুইবার ট্রাম্প জরিপের ফলাফলে শীর্ষস্থানের কাছাকাছি এলেও এর আগে কখনোই আরসিপির জরিপের গড়ে শীর্ষস্থানে উঠতে পারেননি। এতদিন হিলারি শীর্ষস্থানে থাকলেও সেপ্টেম্বর থেকেই তার জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে। ওই সময় ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে থাকলেও ট্রাম্প এগিয়ে যাওয়ার আগে সর্বশেষ দুজনের ব্যবধান কমে দশমিক ছয় শতাংশ পয়েন্টে চলে আসে। আরসিপি যেসব জরিপের ফলাফলের গড় করে ট্রাম্পের এগিয়ে থাকার বিষয়টি তুলে ধরেছে সেই জরিপেগুলোর মধ্যে এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের সর্বশেষ জরিপে ট্রাম্প দুই শতাংশ, রাসমুজেনের প্রতিবেদনে পাঁচ শতাংশ এবং ফক্স নিউজের জরিপে তিন শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। অপরদিকে এনবিসি নিউজ/ওয়াল স্ট্রিট জার্নালের সর্বশেষ জরিপে হিলারি তিন শতাংশ পয়েন্টে এবং সিবিএস নিউজ/নিউ ইয়র্ক টাইমসের জরিপে ছয় শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। এই জরিপগুলোর ভিন্ন ভিন্ন ফলাফল হওয়ার কারণ প্রতিষ্ঠানগুলো জনসমর্থনের বিষয়টি যাচাই করার জন্য ভিন্ন ভিন্ন ধরনের জরিপ পদ্ধতি ব্যবহার করেছে।
×