ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব স্বাস্থ্য সম্মেলন

আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে একত্রে কাজ করবে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫১, ২৫ মে ২০১৬

আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে একত্রে কাজ করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে একত্রে কাজ করতে চায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময় সরকার জনগণের হাতের নাগালে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এখন সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে কর্মসূচী হাতে নেয়া হয়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্লেনারি অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সম্মেলনে স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের(স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী কমিউনিটি ক্লিনিক, টিকাদান, ভিটামিন ‘এ’ ক্যাম্পেন কর্মসূচী এবং মা ও শিশুমৃত্যু হ্রাসের সাফল্য অর্জনে স্বাস্থ্য খাতে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন।
×