ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হলমার্ক কেলেঙ্কারি

সোনালী ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৭:৪১, ২৫ মে ২০১৬

সোনালী ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার ॥ হলমার্ক দুর্নীতির এক মামলায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ ৩ জনের একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায় ৭ বছর কারাদ-ের রায় দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদ-ের সঙ্গে আত্মসাতকৃত ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৬১০ টাকা জরিমানা এবং ৭ বছর কারাদ-ের সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে এক বছর বেশি কারাদ- ভোগ করতে হবে। দ-িতরা হলেন, সোনালী ব্যাংকের এজিএম (সাময়িক বরখাস্ত) সাইফুল হাসান, প্যারাগন নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মোঃ আখতারুজ্জামান পলাতক ওই আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলায় সোনালী ব্যাংকের ডিজিএম (সাময়িক বরখাস্ত) একেএম আজিজুর রহমান আসামি থাকলেও তিনি মামলার বিচারকালীন মারা যাওয়ায় তাকে পূর্বেই অব্যাহতি দেয়া হয়।
×