ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ কাউন্সিলের ১৫ দিন আগেই বর্ণাঢ্য রূপ নেবে ঢাকা

প্রকাশিত: ০৭:১৭, ২৫ মে ২০১৬

আওয়ামী লীগ কাউন্সিলের ১৫ দিন আগেই বর্ণাঢ্য রূপ নেবে ঢাকা

বিশেষ প্রতিনিধি ॥ ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন স্মরণীয় ও জাঁকজমকপূর্ণভাবে পালনে জোর প্রস্তুতি চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। সম্মেলনের ১৫ দিন আগে থেকেই পুরো রাজধানীসহ সারাদেশে দু’ধরনের পোস্টারসহ আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য ও সাফল্যগাথাগুলো নিয়ে তৈরি করা ডিজিটাল ব্যানার দিয়ে বর্ণাঢ্যভাবে সাজাবে দলটি। এছাড়া সম্মেলনের কমপক্ষে ১৫ দিন আগে থেকে রাজধানীতে সম্মেলনের বহির্প্রকাশ ঘটাতে চায় তারা। তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অতীতের তুলনায় এবার সম্মেলনে ব্যাপক চমক দেখাতে নানা প্রস্তুতি চলছে দলটিতে। ঈদ-উল-ফিতরের তিন দিন পর ১০ ও ১১ জুলাই উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনে দলটির প্রায় আট সহস্রাধিক কাউন্সিলর-ডেলিগেট অংশগ্রহণ করবেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে লাখো নেতাকর্মীর সমাগম ঘটাতে চায় দলটি। এ কারণেই কমপক্ষে ১০ দিন আগে সব কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন সম্মেলন উপলক্ষে গঠিত উপ-কমিটির সদস্যরা। এদিকে সম্মেলন সফল করার লক্ষ্যে আজ বুধবার বেলা ১১টায় ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অর্থ উপ-কমিটির সঙ্গে অন্যান্য সকল উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন অর্থ উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ। জানা গেছে, গতানুগতিক নয়, জাতীয় সম্মেলন সামনে রেখে দলটির ইতিহাস-ঐতিহ্যর পাশাপাশি সরকারের সাফল্যগাথা ইতিহাস এবং বিএনপি-জামায়াতের ভয়াল নাশকতা, ধ্বংসাত্মক কর্মকা- এবং ষড়যন্ত্রের রাজনীতি সম্পর্কে তথ্য-প্রমাণ ভিত্তিক পোস্টার-ব্যানার-সিডি-ভিসিডির মাধ্যমে দেশব্যাপী ব্যাপক প্রচার চালাবে দলটি। একইসঙ্গে জাতীয় সম্মেলনে চীনা কমিউনিস্ট পার্টি, ভারতের বিজেপি, কংগ্রেস, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টি, যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টিসহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানাবে দলটি। বিদেশী আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতাদের একটি খসড়াও তৈরি হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই তাঁদের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠাবে দলটি। সম্মেলন সফল করতে গঠিত আওয়ামী লীগের ১১টি উপ-কমিটির পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। জাতীয় কাউন্সিলে আসা সকল কাউন্সিলর ও ডেলিগেটদের দু’দিনের থাকা-খাওয়ার ব্যবস্থা ছাড়াও দু’দিন ধরেই রাজধানীর প্রতিটি প্রবেশদ্বারে এবং সম্মেলনস্থলের চতুর্দিকে একাধিক মেডিক্যাল টিম ও এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। আমন্ত্রিতদের কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ছাড়াও প্রয়োজন হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার জন্য এ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত রাখা হবে। সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, সম্মেলনের কমপক্ষে ১৫ দিন আগে থেকে রাজধানীতে সম্মেলনের বহির্প্রকাশ দেখা যাবে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ফ্লাইওভার প্রবেশদ্বারে আলোকসজ্জা করা হবে। দিন-রাত ধরে বড় বড় এলইডি স্ক্রিনে দেখানো হবে দলটির ইতিহাস, ঐতিহ্য, অর্জন ও উন্নয়নের চিত্র। এরই মধ্যে সেসব ডকুমেন্টারির নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর দলের কেন্দ্র থেকে শুরু করে সর্বস্তরের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। দলটির সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৯ ডিসেম্বর।
×