ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসি জ্যাকেট!

প্রকাশিত: ০৬:০০, ২৫ মে ২০১৬

এসি জ্যাকেট!

আবহাওয়া এখন বেশ রুক্ষ। প্রতিনিয়ত গরম বাড়ছে। ঘরে বাইরে অসহ্য এ গরমে টেকা দায়। তাই একটু শীতল হাওয়ার জন্য উন্মুখ থাকে সবাই। বিশেষ করে বাইরে চলাফেরার সময় ঠাণ্ডার পরশ পেলে দেহ-মনে প্রশান্তি আসে। তবে সব সময় তো আর ঠা-া বাতাস পাওয়া যায় না। কিন্তু যদি এমন হয়Ñ যে জামা বা পোশাক পরে আপনি বাইরে বের হয়েছেন সেটি থেকেই ঠা-া বাতাস পাচ্ছেন, তাহলে কেমন হবে? অবাস্তব মনে হলেও এমন পোশাকই উদ্ভাবন করেছেন জাপানের বিজ্ঞানীরা। তারা এমন এক জামা তৈরি করেছেন, যা এসির মতো আপনার শরীরকে ঠা-া রাখবে। এর নাম দেয়া হয়েছে এসি জ্যাকেট। আর এ জ্যাকেট বানিয়েছে জাপানের কুচোফুকু কোম্পানি। কোম্পানির প্রধান হিরোশি ইচিগায়া জানিয়েছেন, তারা সম্প্রতি একটি এয়ারকন্ডিশন্ড জ্যাকেট আবিষ্কার করেছেন। এটি অফিস-আদালত বা ঘরে ব্যবহৃত এসির তুলনায় অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর। এর মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চালিত দুটি বৈদ্যুতিক পাখা রয়েছে। এই জ্যাকেট প্রতি সেকেন্ডে ২০ লিটার পর্যন্ত বাতাস ভেতরে টেনে নিতে পারে। এরপর ওই বাতাস জ্যাকেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঘাড়ের কলার ও হাতের আস্তিন দিয়ে বেরিয়ে যাবে। আর এ প্রক্রিয়ার মাধ্যমে জ্যাকেট পরিহিত ব্যক্তির সম্পূর্ণ শরীরে বয়ে যাবে ঠা-া বাতাস। শীতল হাওয়ায় নিমিষেই জুড়িয়ে যাবে প্রাণ। এ জ্যাকেটের ওজন এক কেজিরও কম। খরচের দিক থেকেও বেশ সাশ্রয়ী। একটি এয়ারকন্ডিশন চালাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার ৫০ ভাগের এক ভাগ খরচ হবে এই এসি জ্যাকেটে। তাপমাত্রা ১০ ডিগ্রীতে নামিয়ে আনা সম্ভব এ জ্যাকেট দিয়ে। -ওয়েবসাইট অবলম্বনে।
×