ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাহস বটে!

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ মে ২০১৬

সাহস বটে!

বন্ধুকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ৭২ বছর বয়সী এক বৃদ্ধ। কুমিরের আক্রমণে তাদের ছোট নৌকা ডুবে যায়। বন্ধু মারা যায় পানিতে ডুবে। কিন্তু বৃদ্ধ তখনও বেঁচে। এক প্রকা- কুমিরের সঙ্গে লড়াইয়ে বৃদ্ধের হাতিয়ার শুধু এক সাঁড়াশি। টানা তিন ঘণ্টা লড়াই করে বেঁচে যান ওই বৃদ্ধ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ডারউইন শহরের কাছের এক খাঁড়িতে এ ঘটনা ঘটে। বেঁচে যাওয়া বৃদ্ধ উদ্ধারকারীদের কাছে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। বিবিসি জানায়, বৃদ্ধ ও তার বন্ধু ভিক্টোরিয়া রাজ্যের বেনডিগো এলাকা থেকে ডারউইন বেড়াতে গিয়েছিলেন। তারা ১০ ফুটের এক ছোট নৌকায় ডারউইনের ক্রিকে কাঁকড়া শিকারে যান। কুমিরের ধাক্কায় নৌকা থেকে পড়ে যাওয়া বন্ধুটি ডুবেই মারা যায়। পরে নৌকাও ডুবে যায়। বেঁচে যাওয়া বৃদ্ধ বলেন, নৌকা ডুবে গেলেও কুমিরটি বারবার তার কাছে ফিরে আসছিল। তিনি সাঁড়াশি দিয়ে কুমিরের মাথায় আঘাত করেন। পরে তিনি ম্যানগ্রোভ বনে লুকিয়ে থাকেন। ভাটার সময় তিনি তীরে ওঠেন। বৃদ্ধের চিৎকার শুনে কাঁকড়া সংগ্রাহকরা তাকে তীর থেকে উদ্ধার করেন। বৃদ্ধ ও তার বন্ধুর মরদেহ নৌকায় তোলেন তারা। পরে উদ্ধারকারী হেলিকপ্টারের সহায়তায় তাদের হাসপাতালে নেয়া হয়। -ওয়েবসাইট অবলম্বনে।
×