ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জনসভায় মোহাম্মদ নাসিম

যত ষড়যন্ত্রই হোক এই সরকারকে উৎখাত করা যাবে না

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ মে ২০১৬

যত ষড়যন্ত্রই হোক এই সরকারকে উৎখাত করা যাবে না

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র যতই হোক এ সরকারকে উৎখাত করা যাবে না। ২০১৯ সালের আগে কোন জাতীয় নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ উৎখাত করতে পারবে না। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে স্থানীয় ১৪ দলের উদ্যোগে দেশবিরোধী ষড়যন্ত্র, জঙ্গীবাদ নির্মূল, ইয়াবা ব্যবসা ও গুপ্তহত্যা বন্ধের দাবিতে আয়োজিত জনসভায় স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ কথা বলেন। মন্ত্রী বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা আসলাম চৌধুরী খালেদা জিয়ার পরামর্শে ইসরাইলের একটি গোয়েন্দা বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছেন। মন্ত্রী বলেন, আসলাম চৌধুরী জঘন্য কাজ করেছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করার আশ্বাস দিয়েছিলেন। তিনি তাঁর কথা রেখেছেন। শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। আরও যারা আছে সবার বিচার হবে। একজন যুদ্ধাপরাধীও রেহাই পাবে না। চট্টগ্রামে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নির্মাণ করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত বছর একটি অনুষ্ঠানে এসে চট্টগ্রামে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নির্মাণ করার কথা দিয়েছিলাম। এটি ইতোমধ্যে হয়ে গেছে। এখন কাজ শুরু হবে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা গ্রেফতারকৃত রনির মুক্তির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি কথা দিচ্ছি রনির বিষয়টি আমি দেখব। তার মুক্তির বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাবেশে জাসদ নেতা সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের নেতা সাবেক মন্ত্রী দিলিপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুইয়া, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কামরুল হাসান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক এবিএম মহিউদ্দিন চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করার কথা থাকলেও বিদেশ সফরে থাকায় সমাবেশে হাজির থাকতে পারেননি। তার অবর্তমানে সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এদিকে মহিউদ্দিন চৌধুরী সমাবেশে উপস্থিত থাকতে না পারলেও কাতার থেকে মোবাইল ফোনে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানিয়ে সমাবেশের সাফল্য কামনা করেন। সমাবেশে জাসদ নেতা মইনুদ্দিন খান বাদল বলেন, কোন হাদিসে কোরানের কোথায় মানুষকে কোপানোর কথা বলা হয়েছে। যদি বিএনপি জামায়াত এমন কোন নজির দেখাতে পারে কথা দিচ্ছি রাজনীতি ছেড়ে দেব। সাম্যবাদী দলের নেতা সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বিদেশীদের দেখানোর জন্য বিএনপি-জামায়াত গুপ্ত হত্যায় নেমেছে। তারা আগুনের রাজনীতিতে ব্যর্থ হওয়ায় এই কুচক্রী মহল মুক্তমনা মানুষদের হত্যা করছে। তারা সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বে দেশে অস্থিতিশীল বিরাজ করছে বলে প্রমাণের চেষ্টা করছে।
×