ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভিলিয়ার্স ঝড়ে ফাইনালে ব্যাঙ্গালুরু

প্রকাশিত: ০৫:৫১, ২৫ মে ২০১৬

ভিলিয়ার্স ঝড়ে ফাইনালে ব্যাঙ্গালুরু

স্পোর্টস রিপোর্টার ॥ যারা জিতবে তারাই নাম লেখাবে ফাইনালের রঙিন মঞ্চে। এই সমীকরণ সামনে রেখে মঙ্গলবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল গুজরাট লায়ন্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাটকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ব্যাঙ্গালুরু। টস হেরে ব্যাটিংয়ে আসা গুজরাট নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান করে অলআউট হয়। ১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এবিডি ভিলিয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দুইবারের রানার্সআপ ব্যাঙ্গালুরু। টস জিতে ফিল্ডিং বেছে নেন স্বাগতিক কাপ্তান কোহলি। আর ব্যাটিংয়ে এসে শুরুতেই ব্যাঙ্গালুরু বোলারদের তোপের মুখে পড়েন গুজরাটের ব্যাটসম্যানরা। ব্যাঙ্গালুরুর বাহাতি স্পিনার ইকবাল আব্দুল্লাহ নিজের প্রথম বল থেকেই ভেল্কি দেখান। দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই তিনি সাজঘরে ফেরান বিধ্বংসী ওপেনার ব্র্যান্ডন ম্যাককুলামকে। গুজরাটের দলীয় রান তখন মাত্র ২। চার বলে মাত্র ১ রান করে আউট হন নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান। একই ওভারের চতুর্থ বলে আরেক ওপেনার এ্যারন ফিঞ্চকে (৪) ফেরান ইকবাল। মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা গুজরাটের আরও সর্বনাশ হয় চতুর্থ ওভারে অধিনায়ক সুরেশ রায়না বিদায় নিলে। নয় বল খেলে শেন ওয়াটসনের শিকার হওয়া রায়না করেন মাত্র ১ রান। দলীয় ৯ রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে পড়া গুজরাটকে টেনে তোলার কাজ করেন দীনেশ কার্তিক ও ডোয়াইন স্মিথ। স্মিথের ৭৩, কার্তিকের ২৬ ও ওয়াইভেদির ১৯ রানে ভর করে গুজরাট সংগ্রহ করে ১০ উইকেট হারিয়ে ১৫৮ রান। ব্যাঙ্গালুরুর শেন ওয়াটসন ২৯ রানে ৪টি এবং ইকবাল আব্দুল্লাহ ও ক্রিস জর্ডান ২টি করে উইকেট লাভ করেন। ১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে পড়ে ব্যাঙ্গালুরু। একপর্যায়ে ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। সাজঘরে ফেরেন ক্রিস গেইল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শেন ওয়াটসনের মতো তারকারা। ধারাবাহিকভাবে ভাল খেলে আসা কোহলি ০ রানে আউট হলেও এই ম্যাচে সব দায়িত্ব নিজের কাঁধে নেন এবিডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার তারকা এই ব্যাটসম্যান অবিশ্বাস্য ব্যাটিং করে ব্যাঙ্গালুরুকে ফাইনাল মঞ্চে টেনে তোলেন। ইকবাল আব্দুল্লাহকে সঙ্গী করে সপ্তম উইকেটে অনবদ্য অপরাজিত ৯১ রানের জুটি গড়েন ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু। ভিলিয়ার্স ৪৭ বলে ৫টি করে চার ও ছয়ের সাহায্যে ৭৯ রান করে অপরাজিত থাকেন। আব্দুল্লাহ অপরাজিত থাকেন ৩৩ রানে। গুজরাটের ধাওয়াল কুলকার্নি ১৪ রানে ৪ উইকেট লাভ করেন। এই জয়ে আগামী রবিবার ফাইনাল মঞ্চের ছাড়পত্র পেয়েছে ব্যাঙ্গালুরু। হেরে যাওয়া গুজরাটেরও অবশ্য সুযোগ আছে এখনও। এক্ষেত্রে তারা শুক্রবার কোয়ালিফায়ার দ্বিতীয় ম্যাচে খেলবে। ম্যাচটি জিতলেই ফাইনালে খেলার সুযোগ থাকবে সুরেশ রায়নার দলের।
×