ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষতার জন্য জনপ্রশাসন পদক দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৫:৪৯, ২৫ মে ২০১৬

দক্ষতার জন্য জনপ্রশাসন পদক দেয়া হচ্ছে

তপন বিশ্বাস ॥ সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ বিসিএস কর্মকর্তাদের প্রথমবার পদক দিতে যাচ্ছে সরকার। দেশব্যাপী কর্মকর্তাদের কাজের দক্ষতার ভিত্তিতে ‘জনপ্রশাসন’ নামক এই পদক দেয়া হবে। আগামী ২৩ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকর্তাদের মধ্যে এই পদক প্রদান করবেন। কর্মকর্তাদের কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, পদকপ্রাপ্তদের দুই ভাগে ভাগ করা হবে। একটি কেন্দ্রীয় পর্যায়ে এবং অপরটি বিভাগীয়/ জেলা পর্যায়ে। প্রতিটি ক্ষেত্রে থাকবে ব্যক্তি পর্যায়ে, দলগতভাবে এবং প্রতিষ্ঠান হিসেবে। কেন্দ্রীয় পর্যায়ে পদকপ্রাপ্তরা ব্যক্তি পর্যায়ে এক ভরি ওজনের সোনার একটি পদক (ক্রেস্ট) পাবেন। পাশাপাশি পাবেন এক লাখ টাকা। দলগতভাবে যে পদক দেয়া হবে তার কোন দলে পাঁচ সদস্যের বেশি থাকবে না। দলগতভাবে পদকপ্রাপ্তরা পাবেন এক ভরি ওজনের সোনার একটি ক্রেস্ট এবং এক লাখ টাকা। এক লাখ টাকা দলের সদস্যরা ভাগ করে নেবেন। আর কোন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলে ওই প্রতিষ্ঠান পাবে শুধু এক ভরি ওজনের সোনার একটি ক্রেস্ট। বিভাগ/ জেলা পর্যায়ে কর্মকর্তারা সৃজনশীল কাজের জন্য পুরস্কারস্বরূপ সোনার ক্রেস্টের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে পাবেন ৫০ হাজার টাকা। দলগতভাবে পাবেন এক লাখ টাকা এবং প্রতিষ্ঠান হিসেবে পাবে শুধু সোনার একটি ক্রেস্ট। সূত্র জানায়, পুরস্কারপ্রাপ্তরা তাদের নামের শেষে পদবি হিসেবে ‘পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন এ্যাওয়ার্ডি (পিপিএ)’ লিখতে পারবেন। ভবিষ্যতে পদায়ন-পদোন্নতির ক্ষেত্রে এটি বিশেষ বিবেচনায় নেয়া হতে পারে। শীর্ষ এক কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, কর্মকর্তাদের সৃজনশীল কাজে প্রতিযোগিতা বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে কর্মকর্তাদের প্রতিযোগিতামূলক কর্মকা- বৃদ্ধি পাবে। ফলে তাদের দক্ষতাও বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশও উপকৃত হবে। তিনি বলেন, এতে পদোন্নতি বা ভাল পদে পদায়নের জন্য সহজ হয়ে যাবে। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের আগে ভাল পদে পদায়নের পর তার পর আমরা অন্যদের কথা ভাবতে পারব। যে কারণে কাজের প্রতিযোগিতা বাড়বেই।
×