ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাহমুদা সুবর্ণা

বিদায় আসন্ন ফেদেরারের

প্রকাশিত: ০৪:৩৪, ২৫ মে ২০১৬

বিদায় আসন্ন ফেদেরারের

গত দেড় দশক ধরেই টেনিস বিশ্বের আলোচিত নাম রজার ফেদেরার। টেনিস কোর্টে অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। শুধু কী তাই? গত ১৪ বছর ধরেই যে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে অবস্থান করছেন ফেড এক্সপ্রেস। রেকর্ড ৩০২ সপ্তাহ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে এককভাবেই মাতিয়েছেন টেনিস-দুনিয়া। যার মধ্যে ২৩৭ সপ্তাহ ছিলেন টানা শীর্ষে। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। কিন্তু সেই ফেদেরার যেন এখন আর নেই! কেননা ২০১২ সালের পর আর কখনোই মেজর কোন শিরোপা জিততে পারেননি তিনি। চলতি মৌসুমেও টেনিস কোর্টে নিস্প্রভ এই সুইস তারকা। চোঁট আর ফর্মহীনতার সঙ্গে লড়াই করছেন ফেদেরার। যে কারণে ৩৪ বছর বয়সী এই সুইস কিংবদন্তির ক্যারিয়ারই এখন হুমকির মুখে। অনেক টেনিসবোদ্ধাই মনে করছেন ফেদেরার এখন ফুরিয়েই গেছেন! চলতি মৌসুমের এখন পর্যন্ত নিজেকে স্বরূপে ফিরে পাননি রজার ফেদেরার। প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের পর ভক্ত-অনুরাগীরা প্রত্যাশা করেছিলেন দ্বিতীয় মেজর টুর্নামেন্ট ফরাসী ওপেনে স্বরূপে ফিরবেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। এবার রজার ফেদেরারকে ছাড়াই শুরু হলো ফ্রেঞ্চ ওপেন। ইউএস ওপেনের ১৯৯৯ আসরের পর আর কোন কোন গ্র্যান্ডসøাম ইভেন্ট মিস করেননি বর্তমানে টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ফেদেরার। অবিশ্বাস্য হলেও সত্য, শেষ ৬৫টি গ্র্যান্ডসøামের সবকটিতেই কোর্টে নামেন সুইস টেনিসের জীবন্ত কিংবদন্তি। কিন্তু, বছরের দ্বিতীয় গ্র্যান্ডসøাম ইভেন্ট ফ্রেঞ্চ ওপেনে তার খেলা হচ্ছে না। এর ফলে ১৭ বছর পর প্রথম মেজর টুর্নামেন্ট মিস করছেন তিনি। মূলত পিঠের ইনজুরি কারণেই রবিবার থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন রজার ফেদেরার। সুইস তারকার অনুপস্থিতিতে ফ্রেঞ্চ ওপেনের ঔজ্জ্বল্যও যে কিছুটা কমে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না! এটি ফ্রেঞ্চ ওপেনের ১১৫তম আসর। তবে জানিয়ে রাখা ভাল যে, ক্লে-কোর্টের এই টুর্নামেন্টটিই ফেদেরারের কাছে বড় চ্যালেঞ্জের নাম। কেননা সুদীর্ঘ ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেলেও মাত্র একবারই রোঁলা গ্যাঁরোর এই শিরোপা উঁচিয়ে ধরতে সক্ষম হয়েছেন তিনি। তাও আবার অর্ধযুগেরও বেশি সময় আগে। তারপরও ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেয়াটা সহজ ছিল না তার। এ বিষয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফেদেরার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার পূর্ণ ফিটনেসের অগ্রগতি অব্যাহত আছে। কিন্তু আমি এখনও শতভাগ ফিট নই। পুরোপুরি প্রস্তুত না হয়ে এই ইভেন্টে খেলার অনর্থক ঝুঁকি নিতে চাইনি। তবে এই সিদ্ধান্ত নেয়াটা আমার জন্য মোটেই সহজ ছিল না। কিন্তু মৌসুমের বাকি সময়ে যেন খেলতে পারি এবং ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করতে পারি সেসব চিন্তাভাবনা করেই ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছি। এখন আমার লক্ষ্য হচ্ছে, পরবর্তী এটিপি ওয়ার্ল্ড ট্যুরে গ্রাস কোর্ট সিজনের আগেই পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া।’ এ সময় ফরাসী ভক্তদের কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে ফেড এক্সপ্রেস বলেন, ‘প্যারিসে আমার সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি রোঁলা গ্যাঁরোয় ২০১৭ সালে ফেরার দিকে দৃষ্টি রাখছি।’ অস্ট্রেলিয়ান ওপেন শেষে গত ফেব্রুয়ারিতে হাঁটুর সার্জারি করান ফেদেরার। যে কারণে টানা চারটি টেনিস টুর্নামেন্ট তথা হল্যান্ডের রোটার্ডাম ওপেন, দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স এমনকি মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন ১৭টি গ্র্যান্ডসøামের মালিক। ফেদেরারের যখন দুঃসময় তখন এককভাবেই রাজত্ব করছেন নোভাক জোকোভিচ। গত মৌসুমে চার গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
×