ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শারাপোভা আর নাও খেলতে পারেন!

প্রকাশিত: ০৪:৩৪, ২৫ মে ২০১৬

শারাপোভা আর নাও খেলতে পারেন!

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস বিশ্বের সবচেয়ে তোলপাড় করার মতো খবর গত মার্চে ফাঁস হয়। ডোপটেস্টে পজিটিভ সাবেক বিশ্বসেরা মারিয়া শারাপোভা। তিনি নিজেই এক সংবাদ সম্মেলনে বিষয়টি ফাঁস করেন। এরপর ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) স্বর্ণকেশী এ সুন্দরীকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এখন তিনি চার বছরের নিষেধাজ্ঞা পেতে চলেছেন। রাশিয়ান টেনিস ফেডারেশনের (আরটিএফ) প্রেসিডেন্ট শামিল টারপিশ্চেভ নতুন আরেকটি খবর দিয়েছেন। তিনি দাবি করেছেন আর কখনও টেনিস কোর্টে নাও ফিরতে পারেন সুন্দরী মাশা! বিশ্ব ডোপবিরোধী প্রতিষ্ঠান (ডব্লিউএডিএ) তার সরবরাহকৃত রক্তের নমুনায় নিষিদ্ধ মেলডোনিয়াম শনাক্ত করে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের আগে ২৬ জানুয়ারি নিজের রক্তের সেই নমুনা দিয়েছিলেন মাশা। ওই মাসেরই ১ তারিখে মেলডোনিয়ামকে নিষিদ্ধ ড্রাগের তালিকায় যুক্ত করে ডব্লিউএডিএ। কিন্তু নিজের শারীরিক সমস্যার কারণে ২০০৬ থেকেই মেলডোনিয়াম নিতে হয়েছে শারাপোভাকে। মেলডোনিয়াম নেয়ার স্বীকারোক্তিটা দিয়েও তিনি সমালোচনা ও ভর্ৎসনার স্বীকার হয়েছেন। অনেকেই দাবি করেছেন নৈপুণ্য বর্ধন করে ও রক্তে উদ্দীপনা জাগায় সেটা জেনেশুনেই দারুণ চালাকি করে মেলডোনিয়াম সেবন করেছেন শারাপোভা। ব্র্যান্ড এ্যাম্বাসেডরের মর্যাদাগুলো হারান তিনি। অধিকাংশই শাস্তি দাবি করেন। এসব কারণে এখন অন্তরালে চলে গেছেন শারাপোভা। সাময়িক নিষেধাজ্ঞাটাও ১ বছরের জন্য কার্যকর হয়েছে গত ১২ মার্চ থেকে। এ বুধবারই লন্ডনে ডব্লিউএডিএ’র শুনানি অনুষ্ঠিত হবে। আর সেই শুনানি শেষে ৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন শারাপোভা। কারণ সদ্য নিষিদ্ধ মেলডোনিয়াম গ্রহণের পর সেটা শরীরে কতটা সময় ক্রিয়াশীল থাকে সে সম্পর্কে নিশ্চিতভাবে কোন মেডিক্যাল রিপোর্ট পাওয়া সম্ভব হয়নি। কিন্তু সেটা যাই হোক টারপিশ্চেভ জানালেন পরিষ্কারভাবে কিছু জানা সম্ভব হলেও তা কোনভাবেই শারাপোভার পক্ষে যাবে না। যদিও স্বীকারোক্তি দেয়ার পর শারাপোভা আশাবাদ জানিয়েছিলেন তাকে খেলার সুযোগ দেয়া হবে। কিন্তু এখন সার্বিক পরিস্থিতি বেশ খারাপের দিকে মোড় নিয়েছে। টারপিশ্চেভ জানিয়েছেন শারাপোভার টেনিস ক্যারিয়ার সমাপ্তির পথে। এ বিষয়ে তিনি বলেন, ‘সংশয়পূর্ণ অবস্থা। তার পরিস্থিতি সত্যিই বেশ খারাপ। আমি শুধু বলতে পারি আপাতত তিনি খেলতে পারবেন না। কারণ তার মামলার ওপর কোন ধরনের রুলিং দেয়া হয়নি।’ ২০০৬ সাল থেকে মেলডোনিয়াম নেয়া শারাপোভাকে অন্তত চার বছরের জন্যই নিষিদ্ধ করা হবে এটা প্রায় নিশ্চিত।
×