ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপিএল-বিএসএল আয়োজনে স্টেডিয়াম পাচ্ছে বাফুফে

প্রকাশিত: ০৪:৩০, ২৫ মে ২০১৬

বিপিএল-বিএসএল আয়োজনে স্টেডিয়াম পাচ্ছে বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ফুটবল উন্নয়নের পথে প্রতিবন্ধকতা আছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে স্টেডিয়াম বা ভেন্যুর সঙ্কট। ঢাকার বাইরে যেসব স্টেডিয়াম আছে, সেগুলো যদি জেলা ফুটবল এ্যাসোসিয়েশনগুলো (ডিএফএ) পেতে চেষ্টা করে, তাহলে তাদের নাভিশ^াস ওঠে। আর যারা পরম নিষ্ঠা ও অতি যত্নের সঙ্গে এই নাভিশ^াস ওঠানোর কাজটি সুচারুভাবে করে থাকে, তারা হলো জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)! এই সমস্যা থেকে উত্তরণের জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বলেন, ‘ছয় বছর ধরে আমরা ভেন্যু সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি। আজকে আমি খুব আশাবাদী। কেননা আজ সাধারণ সম্পাদকের সঙ্গে মিটিং করে যেটা মনে হলো, তিনি এ ব্যাপারে যথেষ্ট হোমওয়ার্ক করেছেন। আমাদের চাওয়ার বেশি কিছু ছিল না। কিছু কিছু রিপেয়ারমেন্ট ছিল স্টেডিয়ামে, ঢাকার বাইরে প্রতিটি স্টেডিয়ামে ন্যাশনাল লীগ হলে তো কোয়ালিটি লাগে। কাজ তারাও চকডাউন করেছে। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে কাজগুলো দ্রুত করে দেয়ার। তারাও এখন মনে করছে, ফুটবলের সঙ্গে কাজ করার সময় এসেছে।’ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল) ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ‘বাংলাদেশ সুপার লীগে’র (বিএসএল) খেলাসমূহ দেশব্যাপী বিভিন্ন জেলায় আয়োজনের লক্ষ্যে ঢাকাসহ ৮টি বিভাগীয়/জেলা শহরের স্টেডিয়ামকে খেলা উপযোগী ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতারউদ্দিন আহমেদ, বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক সভা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ৩টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সালাউদ্দিন আরও বলেন, ‘সময় মতো শেষ না হলেও কাজ শুরু হলে ৫০-৬০ দিনের মধ্যে হবে। বিকেএসপি নিয়েও কথা বলেছি। এটা ঘোলাটে আছে। এখানে আমার কথা হচ্ছেÑ আমাকে দিতে হলে ১৫ বছরের জন্য দিতে হবে। নইলে সেটা আমার কোন কাজে আসবে না। কিন্তু ওনাদের যে কনসেপ্ট, তা আমিও বুঝতে পারছি না এটা কোথায় যাবে। বিকেএসপি নিয়ে আরও দু’চারটা মিটিং লাগবে। আমি আসলে বিকেএসপি নিয়ে খুব একটা আশাবাদী নই। বিকেএসপি ও ফুটবল একাডেমি একসঙ্গে চালানো হয় না। এটা আমি আর ডিটেইলসে গেলাম না। উনাদের কনসেপ্ট নাই যে ফুটবলটা যে কোন খেলার সঙ্গে মেলানো যায় না।
×