ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মধুমাসের রসালো ফলের গন্ধে মাতোয়ারা রাজশাহীর বাজার

প্রকাশিত: ০৩:৫৪, ২৫ মে ২০১৬

মধুমাসের রসালো ফলের গন্ধে মাতোয়ারা রাজশাহীর বাজার

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ মধুমাসের হরেক রকমের সুমিষ্ট রসালো ফল এখন রাজশাহীর বাজারে। পাকা ফলের সুমিষ্ট গন্ধ এরই মধ্যে বাতাসে ছড়াতে শুরু করেছে। মৌসুমী ব্যবসায়ীরা ফলের তালিকায় নতুন করে যোগ হয়েছে মধুমাসের হরেক ফল। ফলের রাজা হিসেবে খ্যাত আম বাজারে এসে গেছে। প্রশাসনের নির্দেশনা ও সময় বেঁধে দেয়া সত্ত্বেও একদিন আগেই সর্বত্র আমের দেদার কেনাবেচা শুরু হয়ে গেছে। আজ ২৫ মে থেকে আমের কারবার শুরু হওয়ার কথা থাকলেও একদিন আগেই বাজারে দেখা মেলেছে ঝুড়ি ঝুড়ি আম। আমের সঙ্গে সঙ্গে বাজারে এখন শোভা পাচ্ছে মধুমাসের সব মধু ফল। দাম বেশি হলেও আগাম জাতের দেশী ও বোম্বাই জাতের লিচু শোভা পাচ্ছে মৌসুমী ব্যবসায়ীর ফলের দোকানে। গ্রামের বাজারগুলোতেও এখন সমারোহ হরেক ফলের। আম, লিচু, জাম, কাঁঠাল, জামরুল, সফেদা, তরমুজ, বাঙ্গি, লালিম, বেল সবধরনের ফল এখন ফলের দোকানগুলোয়। আবার তালের শাসের (তালকুর) কদর বেড়েছে। পাড়া মহল্লার মোড়ে মোড়ে এখন মিলছে তালের শাস। মধুমাস হচ্ছে জ্যৈষ্ঠ। গ্রীষ্মকালের প্রচ- তাপে জনজীবন ও প্রকৃতির যখন ত্রাহী অবস্থা ঠিক তখনি পাওয়া যায় রসালো হরেক ফল। ইতোমধ্যে মধুমাসের নানা জাতের ফলের প্রাপ্যতা এখন হাত বাড়ালেই। বাংলায় ঋতু বদলের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদ গন্ধ অনুভব ও পরিতৃপ্ত করে আমাদের। এই ষড়ঋতুর মধ্যে গ্রীষ্মকাল নিয়ে আসে সুমিষ্ট ফল-ফলাদি। নিয়ে আসে উঠান ভরা ধান। আম, জাম, কাঁঠাল, বাঙ্গি (ফুটি), তরমুজ, লিচু, জামরুল, লালিম, বেল, দেশী খেজুর, তেঁতুল, খোরমুজ, তালকুর ও কাগজি লেবু বাজারে আসে। মধু মাসের মধু রসে ভরা জ্যৈষ্ঠ ফল এখন বাজার আসতে শুরু করেছে। তবে শুরুতেই দাম আকাশ ছোঁয়া। এরইমধ্যে গাছে গাছে পেকে গেছে রাজশাহীর আম। তবে প্রশাসনের বেঁধে দেয়া নির্দেশনায় জোরতাল বিক্রি শুরু না হলেও ব্যবসায়ীরা বলছেন আজ বুধবার থেকে বাজারে মিলবে আম। পাবনায় গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ মে ॥ পাবনায় ব্র্যাকের হিসাব রক্ষককে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হিসাব রক্ষক আলিম উদ্দিনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার রফিকুল জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে হিসাব রক্ষক আলিম উদ্দিনসহ তিন কর্মকর্তা পূবালী ব্যাংক পাবনা শাখা থেকে সদস্যদের মধ্যে ঋণ বিতরণের জন্য ১৬ লাখ টাকা তুলে পাবনা ব্রাঞ্চ অফিসে যাচ্ছিলেন। পথে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বালিয়াহালট ব্রিজের কাছে পৌঁছলে মোটরসাইকেল আরোহী কয়েক ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তার কাছে থাকা ১৬ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তিনি তাদের বাধা দিতে গেলে ছিনতাইকারীরা হিসাব রক্ষক আলিম উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
×