ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা চেষ্টা

প্রকাশিত: ০৩:৫২, ২৫ মে ২০১৬

সাভারে বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ মে ॥ তালাকপ্রাপ্ত বাকপ্রতিবন্ধী স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার সময় সাবেক স্বামীকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। বুধবার গভীর রাতে পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েক বছর আগে মানিকগঞ্জের দৌলতপুর থানার আবুডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর বাকপ্রতিবন্ধী মেয়ে হনুফা বেগমের সাথে একই এলাকার মোজাম্মেল (২৭) নামের এক যুবকের বিয়ে হয়। বিয়ের পরে তারা ছায়াবিথী এলাকায় সিরাজ মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে গার্মেন্টসে কাজ শুরু করে। কয়েক মাস আগে মোজ্জামেল তার স্ত্রী হনুফাকে তালাক দিয়ে বাড়ি চলে যায়। সোমবার রাতে হঠাৎ করে সে সাভারে এসে ছায়াবিথী মহল্লায় হনুফার কক্ষে কৌশলে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। মাদকসেবীর ৬ মাসের জেল নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৪ মে ॥ বরগুনার তালতলী লঞ্চঘাট এলাকার আলম তালুকদার (৩০) ও মনির হোসেন (২৬) নামের দুই মাদকসেবীকে মঙ্গলবার ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন। জানা গেছে, তালতলী উপজেলার লঞ্চঘাট এলাকায় মঙ্গলবার সকালে আলম তালুকদার ও মনির হোসেন মাদকসেবন করে মাতলামী করছিল। এ খবর পেয়ে তালতলী থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাদের তালতলী ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন। কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামের আব্দুল কাদের খানের বসতঘর থেকে সোমবার সন্ধ্যায় তিন কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বিমানবন্দর থানার ওসি রেজাউল ইসলাম জানান, কয়েক দিন পূর্বে বাড়ির পুকুর খননের সময় কষ্টিপাথরের মূর্তিটি পাওয়ার পর বাড়ির লোকজন বিষয়টি গোপন রাখে। খবর পেয়ে থানা পুলিশ কাদের খানের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলা সদরে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে গাছ থেকে পড়ে জামাল রাঢ়ী (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। জামাল ওই এলাকার জয়নাল রাঢ়ীর পুত্র। জানা গেছে, নিজবাড়িতে গাছের ডাল কাটতে উঠে অসাবধানবশত জামাল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৪ মে ॥ কুমিল্লার তিতাস উপজেলার শীর্ষ সন্ত্রাসী আবু জাহের ও তার সহযোগী আশরাফ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার গোপালপুর গ্রামের সাবেক মেম্বার আঃ মজিদের ছেলে আবু জাহের ও একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আশরাফ উদ্দিনকে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করে তিতাস থানা পুলিশ। মতবিনিময় সভা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ’ (ব্র্যান্ডিং) বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব। ময়মনসিংহ রেঞ্জে প্রথম নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ২৩ মে ॥ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার হয়েছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ। রবিবার ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, পুলিশ সুপার মইনুল হক ও পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ। মাদক নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হন। ভাইস চেয়ারম্যানের বাসায় চুরি নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ২৪ মে ॥ কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুল হাসান দোদুল কাজীর বাসার ফটক ভেঙ্গে একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হোমিও চিকিৎসকদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক ডাঃ সানোয়ার রহমানকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বরিশাল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে ডাঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাইদুর রহমান কামাল, জিয়া হায়দার, ডাঃ আবুল বাশার, সাঈদ মাহমুদ, ডাঃ এইচএম ইমরুল হাসান, এইচএম নাজমুল হক, ডাঃ তৌহিদুল ইসলাম, মেহেরুন হাসান, মাসুম বিল্লাহ, রুমি বেগম প্রমুখ।
×