ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁওয়ে পুলিশের ওপর হামলা ॥ এসআইসহ আহত পাঁচ

প্রকাশিত: ০৩:৫২, ২৫ মে ২০১৬

সোনারগাঁওয়ে পুলিশের ওপর হামলা ॥ এসআইসহ আহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৪ মে ॥ সোনারগাঁওয়ের আসন্ন সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সোমবার রাতে নাজিরপুর এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর করে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোনারগাঁ থানার এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। আওয়ামী লীগের প্রার্থী জাহিদ হাসান জিন্নার সমর্থকরা এ হামলা চালায় বলে পুলিশ জানায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন সাবুর সমর্থক আজিজুল হক মুকুলের ইমানেরকান্দি বাড়িতে অপর প্রার্থীর সমর্থকরা বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় মুকুলের বাবা সলিমুল্লাহ ও মা নুরজাহানসহ ১০ জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আজিজুল হক মুকুল বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করে। পরে পুলিশের একটি দল আসামিদের গ্রেফতার করতে যায়। এ সময় পুলিশ মোখলেছ নামে একজনকে আটক করে। পরে তাকে নিয়ে পুলিশ থানার দিকে রওনা হয়। এক পর্যায়ে পুলিশ নাজিরপুর স্কুলের সামনে আসলে ওই প্রার্থীর শতাধিক সমর্থক পুলিশের গাড়িতে হামলা চালায় এবং গাড়ির কাঁচ ভাংচুর করে। এ সময় আটককৃত মোখলেছকে তারা ছিনিয়ে যায়। আহত সোনারগাঁ থানার এসআই এলাহী মিয়া জানায়, আওয়ামী লীগের প্রার্থী জাহিদ হাসান জিন্নার সমর্থকরা আমাদের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেক করে। পুলিশের গাড়ির কাঁচ ভাংচুর করেছে। এতে আমিসহ ৫ পুলিশ সদস্য আহত হই। মামলায় আটককৃত আব্দুল মতিন, জালাল ও মজিবুর রহমানকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালাতে পাঠানো হয়েছে। হত্যা মামলায় বিএনপির দুই নেতা জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ মে ॥ মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানসহ বিএনপির দুই নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ফরিদপুরের চার নম্বর আমলি আদালতের বিচারক এ আদেশ দেন। বিএনপির অপর নেতা হলেন আক্কাস আলী মৃধা। তিনি কামারখালী ইউনিয়ন বিএনপির সভাপতি। এরা দুজনই মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীর ভাই আতিয়ার রহমান খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা রাকিব ও আক্কাস আলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারিক হাকিম বেগম কাইছুন নাহার সুরমা উভয়েরই জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
×