ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দখল করা দুই শ’ বিঘা জমি ফেরত পেলেন চাষীরা

প্রকাশিত: ০৩:৫১, ২৫ মে ২০১৬

দখল করা দুই শ’ বিঘা জমি ফেরত পেলেন চাষীরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অবশেষে ক্ষতিগ্রস্ত সেই চাষীরা তাদের ২শ’ বিঘা আবাদী জমি ফেরত পেলেন। জেলা প্রশাসনের দেয়া কথা বাস্তবায়ন হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকসহ এলাকাবাসীর মাঝে চলছে আনন্দ উল্লাস। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দখলকৃত ২শ’ বিঘা জমি স্কেভেটর দিয়ে বেড়িবাঁধ কেটে ফসলি জমি সমান করার কাজ শুরু করেছে। উল্লেখ্য মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল হক মন্টু, তার ছোট ভাই টুটুল ও সাইফুলের নেতৃত্বে নন্টু, কামরুল ওরফে গামা কামরুল, মাহবুর মেম্বর, রবিউল, মমিন, শরিফুল ওরফে পিচ্চি শরিফ, শাহাদাত, আব্দুল হামিদ, রাজগঞ্জের আনিছুর রহমান, আশরাফুল ইসলাম, মনোহরপুর গ্রামের রুহুল ও খালিয়া গ্রামের আবু কাসেম, সমীর কুমার, মোটরসাইকেল চালক খবির আহম্মেদ ও আব্দুল মতিনসহ ২০-২৫ জন বোমা, পিস্তল, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে গত ১৩ মে চন্ডিপুর, মনোহরপুর ও রামনাথপুর গ্রামের সংখ্যালঘু হিন্দু পরিবারসহ নিরীহ সাধারণ কৃষকের ২শ’ বিঘা আবাদি জমি অস্ত্রের মুখে জোর-দখল করে মাছের ঘের নির্মাণ শুরু করে। এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। অবশেষে ২১ মে যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ সরেজমিন ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপ করেন। জেলা প্রশাসক এ সময় ঘোষণা দেন যে, ২৪ মে থেকে ওই বেড়িবাঁধ ভেঙ্গে চাষীদের জমি বুঝে দেয়া হবে। পুলিশের পোশাকে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৪ মে ॥ পুলিশের পোশাক পরে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার বারৈয়াঢালা মহালংকা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, মহালংকা গ্রামে পুলিশের ড্রেস পরিহিত ২০-২৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে মুক্তিযোদ্ধা নূর আলমের বাড়িতে ঢুকে মুক্তিযোদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভাতিজা নয়নকে খুঁজতে থাকে। ই-টেন্ডার নিয়ে কর্মশালা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ই-টেন্ডারিং নিয়ে কর্মশালা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ শহিদুল ইসলাম। এতে জেলার ৩৫ জন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের প্রতিনিধি শাহ নুসরাত জাহান। বিসিসিপির ব্যবস্থাপনায় আয়োজিত সচেতনতামূলক এ কর্মশালায় প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক বাদল হালদার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মামুনুর রশিদ এ বিষয়ে খুঁটিনাটি তুলে ধরেন।
×