ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাক্ষীর বাড়িতে হামলা ভাংচুর

প্রকাশিত: ০৩:৫০, ২৫ মে ২০১৬

সাক্ষীর বাড়িতে হামলা ভাংচুর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চুরি মামলার সাক্ষী হওয়ায় শরিফা আক্তার বিথী (৪০) নামে এক সাক্ষীর বাড়িতে হামলা চালিয়েছে আসামি পক্ষের লোকরা। এ সময় বাসায় অবস্থানরত তার বৃদ্ধ শাশুড়ি জরিনা বেগমকেও (৭৩) মারপিট করেছে তারা। বাড়ির আসবাবপত্র ভেঙ্গে লুট করা হয়েছে টাকা ও মূল্যবান জিনিসপত্র। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে রংপুর নগরীর ২৮নং ওয়ার্ডের সাজাপুর মহল্লায়। এ ঘটনায় মঙ্গলবার রংপুর কোতোয়ালি থানায় আহত বৃদ্ধার ছেলে আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অভিযোগ মতে, ওই এলাকায় গত শনিবার রাতে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে রুহুল কুদ্দুসের স্ত্রী বিথী মামলার সাক্ষী হন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে বীথির বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। বিথী জানান, এলাকার চুরি মামলার আসামি মর্তুজা ওরফে পানা মিয়ার হুকুম ও নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালানো হয়। বাড়িতে থাকা তার বৃদ্ধ শাশুড়ি প্রতিবাদ করলে তাকে বেদম মারপিট করে ঘরের জিনিসপত্র ভাংচুরের পর নগদ ১ লাখ ১০ হাজার টাকা, সোনার চেন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সামান্য বৃষ্টিতেই গাইবান্ধায় জলাবদ্ধতা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ মে ॥ পৌর এলাকার ড্রেনেজ সমস্যার কারণে প্রধান প্রধান সড়কসহ গোটা পৌর এলাকার ড্রেনগুলো উপচে পড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে পথচারী ও মার্কেটগুলোতে কেনাকাটা করতে আসা লোকজন বৃষ্টির কারণে বিপাকে পড়েন। এ সময় শহরের গুরুত্বপূর্ণ কাচারী বাজার, ভিএইড রোড ও প্রেসক্লাব সংলগ্ন সড়কে হাঁটু পানি জমে যায়। কাচারী বাজারে কাপড়, স্টেশনারী, ওষুধের দোকানসহ অন্যান্য দোকানপাটগুলোর সামনের অংশগুলোতে পানি জমে যায়। এছাড়া শহরের মুন্সিপাড়া, বানিয়ারজান, প্রফেসর কলোনি, ডেভিড কোম্পানীপাড়াসহ বেশকিছু এলাকার নিম্নাঞ্চলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্টেশন রোডে পানি জমার ফলে পথ চলতি নারী-পুরুষ চরম ভোগান্তির কবলে পড়ে। ওই এলাকার ব্যবসায়ী চান মিয়া জানান, সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার স্টেশন রোড, কাচারী বাজারে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সৃষ্টি হয়। উল্লেখ্য, পৌর এলাকায় পানি নিষ্কাশনের জন্য যে সমস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে অধিকাংশ ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে গেছে। তদুপরি অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় এবং ড্রেনের পানি নিষ্কাশিত হওয়ার ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ড্রেনগুলো উপচে পড়ে।
×