ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপালী ব্যাংকের লভ্যাংশ নির্ধারণী সভা ২৯ মে

প্রকাশিত: ০৩:৪৮, ২৫ মে ২০১৬

রূপালী ব্যাংকের লভ্যাংশ নির্ধারণী সভা ২৯ মে

দ্বিতীয় দফায় রূপালী ব্যাংক লিমিটেডের পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ব্যাংকটি মঙ্গলবারের পরিবর্তে আগামী ২৯ মে বিকেল ৩টায় পর্ষদ সভা করার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ব্যাংকটি প্রথমে গত ১২ মে পর্ষদ সভা করার ঘোষণা দিয়েছিল। পরে সভার তারিখ পরিবর্তন করে ২৪ তারিখে করার ঘোষণা দিয়েছিল। মঙ্গলবার আবার দ্বিতীয় দফায় নতুন তারিখ ঘোষণা করল ব্যাংকটি। সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই সভা থেকে আসতে পারে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা। উল্লেখ্য, ২০১৪ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ারপ্রতি আয় করেছিল ২ টাকা ৩৫ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার বিওতে জমা বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপজিটারি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২২ মে কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×