ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বারাকা পতেঙ্গার আইপিও আবেদন বাতিল

প্রকাশিত: ০৩:৪৮, ২৫ মে ২০১৬

বারাকা পতেঙ্গার আইপিও আবেদন বাতিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আইপিওতে আসার জন্য আবেদন করেছিল। জানা গেছে, কোম্পানির পক্ষ থেকে ইস্যু ম্যানেজার হিসাবে আবেদনটি জমা দিয়েছিল প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। কোম্পানিটি ২ কোটি ৫৫ লাখ শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০ টাকা প্রিমিয়ামসহ প্রস্তাবিত মূল্য চাওয়া হয় ৩০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৭৬ কোটি ৫০ লাখ টাকা তুলতে চায়। জানা গেছে, এ টাকা দিয়ে কোম্পানি ব্যবসা সম্প্রসারণ, মেয়াদী ও চলতি ঋণ পরিশোধে ব্যয় করবে। কোম্পানির বর্তমান মূলধন ৯৪ কোটি ৫০ লাখ টাকা। ২০১৪-২০১৫ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১১ পয়সা। একই সময় শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভি) ১৩ টাকা ৬৫ পয়সা। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুত কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুত সরবরাহ করছে। বিদ্যুত কেন্দ্রটি ২০১৪ সালের ৪ মে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের চাহিদা মোতাবেক বিদ্যুত সরবরাহ করছে। হিসাব বছর পরিবর্তন করবে ইউনিক হোটেল অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল এ্যান্ড টুরিজ্যম লিমিটেডের পরিচালনা পর্ষদ হিসাব বছর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানি আইন-১৯৯৪ ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী হিসাব বছর পরিবর্তন করবে। জানা গেছে, কোম্পানিটি জানুয়ারি-ডিসেম্বর এর পরিবর্তে জুন-জুলাই হিসাব বছর অনুসরণ করবে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠান বাদে সব তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থবছর অনুসরণ করার নির্দেশনা দেয়া হয়।
×