ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিনি সংকট

ভেনিজুয়েলায় কোকা-কোলা উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৩:৪৭, ২৫ মে ২০১৬

ভেনিজুয়েলায় কোকা-কোলা উৎপাদন বন্ধ

চিনিস্বল্পতার কারণে ভেনিজুয়েলায় জনপ্রিয় কোমল পানীয় কোলা-কোলা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কোকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনিজুয়েলায় কাঁচামালের স্বল্পতার কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। খবর বিবিসির। দেশটির সর্ববৃহৎ মদ্যজাতীয় পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান এমপ্রেসাস পোলার বার্লি ঘাটতির কারণে উৎপাদন বন্ধের ঘোষণা দেয়ার পর কোমল পানীয় কোকা-কোলাও উৎপাদন বন্ধের ঘোষণা দিল। তেলের দাম পড়ে যাওয়ায় ভেনিজুয়েলার অর্থনীতি পরিষ্কারভাবে সঙ্কটের মধ্যে পড়েছে। কোকা-কোলার একজন মুখপাত্র জানান, কোম্পানি কোকা-কোলা লাইটের (ডায়েট কোক) মতো চিনিবিহীন পানীয় উৎপাদন অব্যাহত রাখবে। মূল্য নিয়ন্ত্রণ ও ব্যয় বেড়ে যাওয়ার কারণে আখ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। সার প্রাপ্তির সমস্যাও এতে বড় ভূমিকা রেখেছে। এর ফলে অনেক ক্ষুদ্র কৃষক আয় বাড়ানোর লক্ষ্যে আখের পরিবর্তে অন্য শস্য চাষ করা শুরু করেন, যেসব শস্যে মূল্য নিয়ন্ত্রণের ব্যাপার নেই। ২০১৬-১৭ বছরে ভেনিজুয়েলা চার লাখ ৩০ হাজার টন আখ উৎপাদনের আশা করছে। কাশ্মীরে জইশ-ই-মোহাম্মদের কমান্ডারসহ দুই বিদ্রোহী নিহত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে সন্ত্রাসী হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের সঙ্গে গোলাগুলিতে বিদ্রোহী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের দুই সদস্য নিহত হয়েছে। শ্রীনগরের সারাইবাল এলাকায় সোমবার পুলিশের সঙ্গে সংক্ষিপ্ত এক বন্দুকযুদ্ধে তারা নিহত হয় বলে পুলিশ জানিয়েছে। খবর এনডিটিভির। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক জাভেদ গিলানি বলেন, হ্যাঁ, সারাইবালে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের মধ্যে একজন সাইফুল্লাহ, সে কাশ্মীর জইশের কমান্ডার। নিহত উভয় ‘সন্ত্রাসী’ পাকিস্তানী কিন্তু তারা সোমবার সকালে পুলিশ হত্যার সঙ্গে জড়িত ছিল না। জইশ ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির সুনির্দিষ্ট খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং সংক্ষিপ্ত ‘ক্রসফায়ারে’ তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। গোষ্ঠীটির সন্দেহভাজন সদস্যরা সোমবার সকালে শ্রীনগরের জাদিবাল এলাকায় একটি চায়ের স্টলে চা পানরত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে দুই কর্মকর্তা নিহত হন। মোটরসাইকেলযোগে আসা হামলাকারীরা গুলিবর্ষণ করেই পালিয়ে যায়।
×