ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষকতা করবেন জোলি

প্রকাশিত: ০৩:৪৬, ২৫ মে ২০১৬

শিক্ষকতা করবেন জোলি

লন্ডন স্কুল অব ইকোনমিক্সে (এলএসই) অতিথি-অধ্যাপক হিসেবে পড়াবেন হলিউড অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জোলি। এলএসই মঙ্গলবার এই খবর জানিায়েছে। অস্কারজয়ী অভিনেত্রী এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক দফতরের বিশেষ শুভেচ্ছাদূত জোলি সেন্টার ফর উইমেন, পিস এ্যান্ড সিকিউরিটির মাস্টার্স কোর্সে ভিজিটিং প্রফেসর হিসেবে পড়াবেন। যুদ্ধ এবং সংঘাতের সময়ে নারীদের নিরাপত্তাহীনতাই মূলত তার পড়ানোর বিষয়। ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এবং জোলি গত বছর পাঠ্যক্রমটির উদ্বোধন করেছিলেন। এলএসইর একজন অধ্যাপক বলেছেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে জোলির এখানে পড়ানোর কথা। বিশ্বে এই ধরনের কোর্স খুব বেশি জায়গায় পড়ানো হয় না।’ জোলি বলেন, ‘বিভিন্ন দেশের মধ্যে সংঘাতের সময় নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আইনী প্রক্রিয়াও তারা অনেক সময়েই বিচার পান না। এসব সমস্যা নিয়েই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।’ -নিউইয়র্ক টাইমস
×