ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কায়রো ইমামের সঙ্গে পোপের ঐতিহাসিক বৈঠক

প্রকাশিত: ০৩:৪৬, ২৫ মে ২০১৬

কায়রো ইমামের সঙ্গে পোপের ঐতিহাসিক বৈঠক

ভ্যাটিকানে সোমবার পোপ ফ্রান্সিসের সঙ্গে কায়রোর আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমামের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয়পক্ষই আশা করছে এর ফলে দুই ধর্মের বিশ্বাসীদের মধ্যে বৃহত্তর সমঝোতা ও সংলাপের পথ সুগম হলো। খবর এএফপির। রোমান ক্যাথলিক চার্চ ও আল-আজহার মসজিদের মধ্যে পাঁচ বছর আলোচনা স্থগিত থাকার পর সুন্নি মুসলিমদের শীর্ষ কর্তৃপক্ষের সঙ্গে রোমান ক্যাথলিক কর্তৃপক্ষের এই আলোচনা পুনরায় শুরু হলো। আল-আজহার মসজিদের প্রধান ইমাম শেখ আহমেদ আল-তাইয়েব প্যারিসে অনুষ্ঠিতব্য মুসলিম ও ক্যাথলিকদের যৌথ আয়োজনে একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ভ্যাটিকান সফর করেন। ২০১১ সালে পোপ বেনেডিক্টের কিছু মন্তব্যের কারণে আল-আজহার কর্তৃপক্ষ দুই ধর্মের শীর্ষ পর্যায়ের ওই আলোচনা স্থগিত করেছিল। ওই সময়ে আল-আজহার কর্তৃপক্ষের ভাষ্য ছিল, পোপ বেনেডিক্ট মুসলিমদের সম্পর্কে নেতিবাচক বিবৃতি দিয়েছেন এবং তার পুনরাবৃত্তিও করেছেন। সোমবার ৩০ মিনিটের বৈঠকের পর পোপ ফ্রান্সিস বলেন, যা হয়েছে তার সবটুকুই ছিল গুরুত্বপূর্ণ। এই বৈঠকই বার্তা। ২০০৬ সালে পোপ বেনেডিক্ট ১৪শ’ শতকের বাইজেন্টাইন সম্রাটের মন্তব্য উদ্ধৃত করার পর আল-আজহার ও ভ্যাটিকানের মধ্যে সম্পর্কে তিক্ততার সূচনা হয়। ওই উদ্ধৃতির মধ্যদিয়ে ‘ইসলাম হিংসাত্মক ধর্ম’ পোপ এমনটাই আভাস দিতে চেয়েছেন বলে মুসলিমদের একটি অংশ মনে করেন।
×