ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হতাশ হলেও আশ্চর্য হইনি ॥ ভারমন্ট সিনেটর

স্যান্ডারসের সঙ্গে বিতর্কের আমন্ত্রণ প্রত্যাখ্যান হিলারির

প্রকাশিত: ০৩:৪৫, ২৫ মে ২০১৬

স্যান্ডারসের সঙ্গে বিতর্কের আমন্ত্রণ প্রত্যাখ্যান হিলারির

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের লড়াইয়ে অগ্রগামী প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসের সঙ্গে সর্বশেষ বিতর্কে অংশ নেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। হিলারির নির্বাচনী প্রচার শিবির এ কথা জানিয়েছে। হিলারির মুখপাত্র জেনিফার পালমিরি এক বিবৃতিতে বলেছেন, ক্যালিফোর্নিয়ায় বিতর্কে অংশ নিতে ফক্স নিউজের আমন্ত্রণ আমরা প্রত্যাখ্যান করেছি। বিবৃতিতে আরও বলা হয়, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির পরিবর্তে জাতীয় নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে মনোনিবেশ করতে চান। জেনিফার বলেন, আমাদের বিশ্বাস, হিলারি ক্লিনটনের সময় সর্বোকৃষ্টভাবে ব্যয় হবে প্রচার চালিয়ে, ক্যালিফোর্নিয়ার ভোটারদের কাছে সরাসরি ভোট চেয়ে এবং নবেম্বরের সাধারণ নির্বাচনের প্রচারের প্রস্তুতি নিয়ে। স্যান্ডারস ক্যালিফোর্নিয়ায় বিতর্কের জন্য বুধবার সম্মত হয়েছিলেন। আগামী ৭ জুন ক্যালিফোর্নিয়াসহ আরও পাঁচটি অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত পর্বের প্রাইমারি ভোট অনুষ্ঠিত হবে। খবর এএফপি ও নিউইয়র্ক টাইমসের। হিলারির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারমন্টের বামপন্থী সিনেটর স্যান্ডারস সোমবার এক বিবৃতিতে বলেছেন, তিনি এতে হতাশ হয়েছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রাইমারির আগে বিতর্কের জন্য হিলারির অসম্মতিতে আশ্চর্য হননি তিনি। ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটিক দলের ডেলিগেটের সংখ্যা ৫৪৬। হিলারির এ পর্যন্ত ১৭৬৮ ডেলিগেটের সমর্থন এবং স্যান্ডারস ১৪৯৭ জনের সমর্থন। ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে হলে মোট ২৩৮৩ ডেলিগেট ভোট পেতে হবে। এছাড়া হিলারির পক্ষের সুপার ডেলিগেটের সংখ্যা ৫৩৭ ও স্যান্ডারসের মাত্র ৪২।
×