ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারিগরির মেডিকেল টেকনোলজিস্টরা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন

প্রকাশিত: ০২:২০, ২৪ মে ২০১৬

কারিগরির মেডিকেল টেকনোলজিস্টরা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন

স্টাফ রিপোর্টার॥ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সে উত্তীর্ণরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরির প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এর আগে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে উত্তীর্ণরাই এই পদে চাকরির সুযোগ পেতেন। কিন্তু হাইকোর্ট উভয় প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণদের চাকরিতে আবেদন করার সমান সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে এক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দিয়েছেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহমুদ শফিক।
×