ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

প্রকাশিত: ০০:৫১, ২৪ মে ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি)। শেয়ারটির দর বেড়েছে ২২ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৪৫ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩৬৭ টাকা ৯০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ২ হাজার ৪৭৭ বারে ১ লাখ ৯ হাজার ৬৮১টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়ারের ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৭০ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৭ টাকা ৮০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ৬২৪ বারে ৩ লাখ ৮২ হাজার ৬৬৬টি শেয়ার লেনদেন করে। দেশবন্ধু পলিমার ৭০ পয়সা বা ৬ দশমিক ৪২ শতাংশ দর বেড়ে তলিকার তৃতীয় স্থানে রয়েছে। দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কেডিএস অ্যাক্সেসরিজ, বিডিকম অনলাইন, সেন্ট্রাল ফার্মা ও গোল্ডেনসন।
×