ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধান-গম বিক্রি করতে নওগাঁয় কৃষকের উপচেপড়া ভিড়

প্রকাশিত: ২৩:৪২, ২৪ মে ২০১৬

ধান-গম বিক্রি করতে নওগাঁয় কৃষকের উপচেপড়া ভিড়

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সরকারী খাদ্য গুদামগুলোতে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি ধান ও গম বিক্রি করতে গুদামে গুদামে কৃষকদের এখন উপচেপড়া ভিড়। কার ধান-গম আগে দিতে পারবে ঠিক এমন প্রতিযোগীতা যেন এখন প্রতিদিনের চিত্র। মঙ্গলবার সকাল পৌনে ১০টায় নওগাঁ সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসিএলএসডি) অফিস কক্ষে ছিল কৃষকদের লম্বা লাইন। চলতি বোরো মৌসুমে নওগাঁ জেলায় সরকারীভাবে ২৩টাকা কেজি দরে ২৬ হাজার ৫৪৫ মেঃটন ধান ও ২৮টাকা কেজি দরে ৯হাজার ৪৫২ মেঃটন গম কেনার কর্মসূচী নেয়া হয়েছে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২হাজার ৫৫২ মেঃটন ধান ও ২৮৯ মেঃটন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে সদরের ওসিএলএসডি অরুন কুমার প্রামানিক নিশ্চিত করেছেন। এদিকে মঙ্গলবার পর্যন্ত জেলায় ২৭০ মেঃটন ধান ও ৩ হাজার মেঃটন গম সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।
×