ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫৪ ধারা নিয়ে আপীল বিভাগের রায় মানা রাষ্ট্রীয় কর্তব্য

প্রকাশিত: ২৩:২৯, ২৪ মে ২০১৬

৫৪ ধারা নিয়ে আপীল বিভাগের রায় মানা রাষ্ট্রীয় কর্তব্য

স্টাফ রিপোর্টার॥ ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডের আপিল খারিজের পর এখন বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে হলে পুলিশকে পরিচয়পত্র দেখাতে হবে। এ বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপীলখারিজের পর এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম এ মন্তব্য করেন।তিনি বলেন, আপীল ডিসমিস হওয়ার পরে আমি মনে করি এই নির্দেশনাগুলো প্রতিপালন করা একটি রাষ্ট্রীয় কর্তব্য। রাষ্ট্র এসব নির্দেশনা মেনে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি।৫৪ ধারায় গ্রেফতারে পুলিশকে পরিচয়পত্র দেখাতে হবে উল্লেখ এই সিনিয়র আইনজীবী বলেন, আশাকরি আইনের শাসন রক্ষায় পুলিশ সর্বোচ্চ দায়িত্ব পালন করবে।
×