ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ২৩:০৫, ২৪ মে ২০১৬

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ৬ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩৯২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ২২ কোটি ৬০ লাখ টাকা বেশি। রবিবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩৬৯ কোটি ৫৫ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর কিছুক্ষণ পরেই সূচকের পতন ঘটে। এরপরে সূচকের ওঠানামা চলতে থাকে। সারাদিন সূচকের ওঠানামা শেষে দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭০৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ডরিন পাওয়ার, খান বাদার্স পিপি ওভেন ব্যাগ, যমুনা ওয়েল, ইফাদ অটোস, অলিম্পিক এক্সেসরিজ ও লিন্ডে বিডি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লিগ্যাসি ফুটওয়ার, দেশবন্ধু পলিমার, অলিম্পিক এক্সেসরিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ, সিনো বাংলা, বিডি কম, সেন্ট্রাল ফার্মা ও গোল্ডেন সন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রেনেটা, মডার্ন ডাইং, আজিজ পাইপস, কর্নফুলী ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, বিকন ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স, সামাতা লেদার ও প্যারামাউন্ট টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: প্রাইম লাইফ, অলিম্পিক এক্সেসরিজ, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, এ্যাপেক্স ফুটওয়ার, বে´িমকো ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
×