ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের দেলদুয়ারে নাল্লাপাড়া সেতুর নির্মান কাজ ধীর গতিতে

প্রকাশিত: ২২:৩৫, ২৪ মে ২০১৬

টাঙ্গাইলের দেলদুয়ারে নাল্লাপাড়া সেতুর নির্মান কাজ ধীর গতিতে

নিজস্ব সংবাদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের দেলদুয়ারের নাল্লাপাড়া এলাকায় এ্যালাংজানী নদীর ওপর সেতু নির্মান ছিল স্থানীয় এলাকাবাসীর ৪০ বছরের স্বপ্ন। সুদীর্ঘ সময় ধরে এলাকাবাসী এ নদীর ওপর সেতু নির্মানের দাবি করে আসছিল। বিভিন্ন সময় মন্ত্রী-এমপিরা সেতুটি নির্মানের আশ্বাস দিয়ে আসলেও বাস্তবায়নের মুখ দেখেনি এতো দিনেও। সম্প্রতি বর্তমান সরকার কাঙ্খিত সেতুটির নির্মান কাজ শুরু করেছে। অভিযোগ উঠেছে কাজের গুণগত মান নিয়ে এবং সেতু নির্মানের কাজ চলছে খুব ধীর গতিতে। এতে করে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সেতুটি নির্মানের দ্বায়িত্বে রয়েছে ভাওয়াল কনস্ট্রাকশন কোম্পানী লি:। প্রায় ৯৩.০২ মিটার দৈর্ঘের সেতুটির প্রস্থ ১০.২৫ মিটার। এতে নির্মান ব্যয় ধরা হয়েছে ১০.৪৩ কোটি টাকা। সেতুটির নির্মানের ২ বছর সময়সীমা নির্ধারণ করা থাকলেও এলাকাবাসী বলছে এ সময়ের মধ্যে শেষ করতে পারবে না ঠিকাদারি প্রতিষ্ঠানটি। গত চার মাসে সেতুটির প্রায় ৪০ শতাংশ নির্মান কাজ শেষ হয়েছে। আসছে বর্ষার পানিতে সেতুর পাইলিংয়ের কাজ শেষ করতে পারবে না। এ বিষয়ে সড়ক বিভাগের মির্জাপুর শাখার এসডিই নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, সেতুটি নির্মানের সময়সীমা রয়েছে আগামী ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে সেতুর ৪০ শতাংশ নির্মান কাজ শেষ হয়েছে। তিনি আশা করছেন এ বছরেই বাকি ৬০ শতাংশের নির্মান কাজ শেষ হবে।
×