ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধোনির নেতৃত্বেই জিম্বাবুয়ে যাচ্ছে ভারত

প্রকাশিত: ১৮:৩৪, ২৪ মে ২০১৬

ধোনির নেতৃত্বেই জিম্বাবুয়ে যাচ্ছে ভারত

অনলাইন ডেস্ক॥ আসন্ন জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে জায়গা পেলেন কয়েকজন নতুন খেলোয়াড়। আর তাদের নেতা করে পাঠানো হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকেই। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই সিরিজই বিদায়ী সিরিজ হতে পারে ধোনির। অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর তার নেতৃত্ব নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে প্রায় সকলেই ভেবেছিলেন, অবসরের জন্য বিশ্বকাপের মঞ্চকেই বেছে নেবেন তিনি। কিন্তু জল্পনা উড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অনড় থাকেন ধোনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই আইপিএল শুরু হয়ে যায়। সেখানেও নতুন দল পুনে সুপারজায়ান্ট প্লে অফে পৌঁছাতে পারেনি তার নেতৃত্বে। অন্য দিকে বিরাট কোহলির বর্তমান ফর্ম দেখে তাকেই সকল ফর্মেটে অধিনায়ক করার প্রস্তাব আসছে অহরহ। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হচ্ছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, টানা ক্রিকেট খেলে ক্লান্ত সিনিয়রদের বিশ্রাম দিতে দলে নতুন মুখদের জায়গা দেওয়া হয়েছে। নতুন দের মধ্যে দলে জায়গা পেয়েছেন — যুজবেন্দ্র চাহাল, জয়ন্ত যাদব, ফাইজ ফজল, মনদীপ সিং, করুন নায়ার। দলে ফেরানো হচ্ছে লোকেশ রাহুল, ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল, কেদার যাদব এবং জয়দেব উনাদকাট-কে। বিশ্রামে যাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, অাজিঙ্কে রাহানে, হার্দিক পান্ডিয়া এবং উমেশ যাদব। জিম্বাবুয়েতে তিনটি একদিনের ম্যাচ (১১, ১৩, ১৫ জুন) এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ (১৮, ২০, ২২ জুন) খেলবে ভারত। ভারতীয় দল: ধোনি (অধিনায়ক), লোকেশ রাহুল, ফাইজ ফজল, মনীশ পাণ্ডে, করুন নায়ার, অম্বাতি রায়ুডু, ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ধবল কুলকর্নি, জশপ্রিত বুমরা, বারিন্দর স্রান, মনদীপ সিং, কেদার যাদব, জয়দেব উনাদকাট এবং যুজবেন্দ্র চাহাল।
×