ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমানের দরজা ভাঙ্গা উড়োজাহাজ মেরামতের পর ঢাকায়

প্রকাশিত: ০৭:৫৭, ২৪ মে ২০১৬

বিমানের দরজা ভাঙ্গা উড়োজাহাজ মেরামতের পর ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ পুশকার্টের ধাক্কায় দরজাভাঙ্গা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ৮ দিন পর ঢাকায় আনা হয়েছে। মেরামতের পর সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় এনে ফ্লিটে দেয়া হয়েছে। গত ১৪ মে সকালে দুই শতাধিক যাত্রী নিয়ে ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে যাত্রার প্রাক্কালে পুশকার্টের ধাক্কায় দরজা ভেঙ্গে যায়। ফলে এই ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়। তবে দরজা ভাঙা ছাড়া ওই উড়োজাহাজটির অন্য কোন ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর যাত্রীদের জাহাজ থেকে নামিয়ে পাঁচ ঘণ্টা হোটেলে রাখা হয়। পরে ঢাকা থেকে নিয়ে যাওয়া অন্য একটি বোয়িং উড়োজাহাজ ফ্লাইটের যাত্রীদের মাস্কাট পৌঁছানো হয়। ওই ঘটনায় বিমানের সংশ্লিষ্ট পাইলটসহ কেবিন ক্রুদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিচার কাজ চলছে। এদিকে ফ্লাইটের পাইলট ইসমাত কামাল এবং ফার্স্ট অফিসার ফারিয়েল জাহিদকে গ্রাউন্ডেড রাখাসহ দায়িত্ব অবহেলার অভিযোগে ফ্লাইটের চীফ পার্সার মনোয়ারা খাতুন মলি, কেবিন ক্রু পাপিয়া, ফ্লাইট স্টুয়ার্ড একজন জুনিয়র টেকনিশিয়ান ও গ্রাউন্ড সার্ভিস ইঞ্জিনিয়ারিং শাখার এক সিনিয়র অপারেটরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
×