ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিমানী ভাবিকে আনতে গিয়ে চাপাতির কোপে জখম দেবর

প্রকাশিত: ০৬:২৯, ২৪ মে ২০১৬

অভিমানী ভাবিকে আনতে গিয়ে চাপাতির কোপে জখম দেবর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২৩ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিমানী ভাবিকে আনতে গিয়ে বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনের চাপাতির কোপে দেবর গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার গঙ্গানগড় এলাকায় ঘটে এ ঘটনা। জানা গেছে, গত ৭ মাস আগে গঙ্গানগড় এলাকার সিরাজুল ইসলামের মেয়ে নিলা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী গন্ধর্বপুর এলাকার আনোয়ার আলীর ছেলে শাহিনের বিয়ে হয়। বেশ কয়েক দিন আগে পারিবারিক বিষয়াদি নিয়ে নিলার সঙ্গে তার স্বামী শাহিনের ঝগড়া বিবাধ হয়। এর পর রাগ অভিমান করে নিলা তার বাপের বাড়িতে চলে আসে। রবিবার রাতে অনুমতি নিয়ে দেবর সাদ্দাম হোসেন ভাবি নিলাকে আনতে গঙ্গানগড় এলাকায় যায়। এ সময় শাহিনের শশুর বাড়ির লোকজনের সঙ্গে সাদ্দামের বাকবিত-া হয়। পরে ইউপি সদস্য মজিদ মিয়া উভয় পক্ষকে মিলিয়ে দেয়ার চেষ্টা চালায়। এ সময় ইউপি সদস্যের সামনেই আমান উল্লাহ, সুমন, সুজন, নাসু সাদ্দাম হোসেনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। করিমগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ মে ॥ করিমগঞ্জে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবির (৫) ও তানিজ (৪) নামে খালাত দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবির কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার এ্যাডভোকেট আল আমিনের ছেলে এবং তানিজ শহরের খরমপট্টি এলাকার খোকন মিয়ার ছেলে। সোমবার দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের কাজলা গ্রামের নানা বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, দু’দিন আগে আবির ও তানিজ নিয়ামতপুর ইউনিয়নের কাজলা গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে তারা বাড়ির পাশে ফুটবল খেলছিল। দুই অস্ত্র বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি বিদেশী পিস্তল ও ছয়টি ম্যাগাজিন। সোমবার বিকেলে এ গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ। বিআরটিএ’র রোড শো স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘চালালে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে’ এই সেøাগানকে সামনে রেখে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক রোড শো করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আয়োজনে রবিবার দুপুরে তারাগঞ্জ উপজেলা শহরে এই রোড শো মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সোমবার সংবর্ধনা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন কলেজ কর্তৃপক্ষ। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক। অধ্যক্ষ এসএম আলী নেছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম ও ড. মিজানুর রহমান মিজান।
×