ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পেট থেকে বের হলো সাড়ে ৩শ’ পিস ইয়াবা

প্রকাশিত: ০৬:২৮, ২৪ মে ২০১৬

পেট থেকে বের হলো সাড়ে ৩শ’ পিস ইয়াবা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৩ মে ॥ গাজীপুরে ২ ইয়াবা বিক্রেতাকে গ্রেফতারের পর একজনের পেট থেকে সাড়ে ৩শ’ পিস ইয়াবা বের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুগালি গ্রামের আব্দুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৩০) ও হাছেন আলীর ছেলে নূরুল ইসলাম (২৫)। গ্রেফতারকৃত দু’জনকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নূরুল ইসলামের (২৫) কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকি ইয়াবার ব্যাপারে জিজ্ঞাসা করলে নূরুল ইসলাম (৩০) তার পেটে সাড়ে তিনশ’ পিস ইয়াবা রাখা আছে বলে স্বীকার করে। তারা গাজীপুরের শ্রীপুরে এক নারী বিক্রেতার কাছে ইয়াবাগুলো সরবরাহ করার কথা ছিল বলে জানায়। তারা আরও সাড়ে পাঁচশ’ পিস ইয়াবা ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীর কাছে পেট থেকে বের করে বিক্রি করে দিয়ে আসে বলে জানায়। রাতে হাসপাতালে চিকিৎসার মাধ্যমে নূরুল ইসলামের পেট থেকে সাড়ে তিনশ’ পিস ইয়াবা বের করা হয়। ডিবি পুলিশ আরও জানায়, পেট থেকে বের করা ইয়াবাগুলো প্রথমে সাদা পলিথিন, সাদা স্কচটেপ, কালো স্কচটেপ এবং সবশেষে কনডম দিয়ে মুড়ানো ছিল। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রি করা ইয়াবাগুলো একই পদ্ধতিতে বহন করে চিকিৎসার মাধ্যমে বের করা হয়েছিল। নূরুল ইসলাম এ পেশায় নতুন হওয়ায় ৯শ’ পিস ইয়াবা খেয়েছিল। অভিজ্ঞরা আরও বেশি খেয়ে থাকে বলে সে পুলিশকে জানিয়েছে। কেশবপুরে আওয়ামী লীগের ২০ নেতা বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৩ মে ॥ কেশবপুরে আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিপক্ষে ও বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা কমিটি ও বিভিন্ন ইউনিয়নের ২০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে।
×