ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৫ জেলায় নিহত আরও ছয় জন

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত, আহত ১২

প্রকাশিত: ০৬:২৮, ২৪ মে ২০১৬

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত, আহত ১২

জনকণ্ঠ ডেস্ক ॥ মুন্সীগঞ্জের নিমতলী কালাবাগান গ্রামের কাছে পিকাপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে তিন কিশোর নিহত এবং ১২ জন আহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই পিকাপের আরোহী। এদিকে চট্টগ্রামের সীতাকু-ে গাড়িচাপায় এক শিশু, লক্ষ্মীপুরে সিএনজি উল্টে চালক এবং গাজীপুরে এক মানসিক বিকারগ্রস্ত নারী নিহত হয়েছে। রবিবার ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ডেরিক কুইয়া জানান, ১৪ জন কিশোর একটি খোলা পিকাপভ্যানে শব-ই-বরাতের রাতে পুরনো ঢাকা থেকে মাওয়ায় আসে। মাওয়া থেকে ঘুরে হৈহুল্লোড় করে তারা ঢাকা ফিরছিল। সোমবার সকাল ছয়টার দিকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকাপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়। পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহত কাউকেই পায়নি। তবে পিকাপটি রেকার দিয়ে সরিয়ে হাসাড়া হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাকটিও আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দুর্ঘটনার পর দ্রুত আহতদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। হতাহতরা সবাই পুরনো ঢাকার বাসিন্দা। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ডিএমসি) ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ডিএমসির মর্গে রাখা হয়েছে। নিহতরা হলো রাজধানীর শনিরআখড়ার রুস্তম আলীর ছেলে মোঃ শুভ (১৬), গিয়াসউদ্দিনের ছেলে মোঃ রাহাত (১৪) ও জয়নাল আবেদীনের ছেলে মোঃ রফিক (১৩)। একই এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ রাজু (১৩) ও আবুল কালামের ছেলে মনির হোসেন (১৫) ডিএমসিতে চিকিৎসাধীন রয়েছে। সীতাকু- ॥ চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় জোনায়েদ হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টায় পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোনায়েদ গামারিতল এলাকার মোহাম্মদ বাহারের একমাত্র ছেলে। বাড়আউলিয়া হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রবিবার রাত সাড়ে ১২টার দিকে পাক্কা মসজিদ পন্থিশাহ্ মাজারে যাওয়ার সময় গাড়িচাপায় শিশু জোনায়েদ ঘটনাস্থলেই নিহত হয়। লক্ষ্মীপুর ॥ সদর উপজেলার জকসিন বাজারে সিএনজি চালিত অটোরিক্সা উল্টে চালক মোঃ সামছুল হক ছুট্টু (২৬) নিহত হয়েছেন। রবিবার সকালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে চালক গুরুতর আহত হন। পরে অন্য সিএনজি চালকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ছুট্টুকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতার নাম সাদুল্যা মিয়া। নোয়াখালীর চৌমুহনীর গনিপুর গ্রামে তার বাড়ি। গাজীপুর ॥ গাজীপুরে গাড়ির ধাক্কায় মানসিক বিকারগ্রস্ত এক কিশোরী সোমবার নিহত হয়েছে। কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মোজাম্মেল হক জানান, সালনা মসজিদের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সোমবার অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। তার পরনে এ্যাশ কালারের সোয়েটার এবং বিভিন্ন রংয়ের টুকরো কাপড় রয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার ভোরে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মানসিক বিকারগ্রস্ত ওই কিশোরী নিহত হয়েছে। নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এদের মধ্যে বিআরটিসি বাসের চাপায় রবিবার সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে বাইসাইকেল আরোহী জালাল উদ্দিন (৪৮) ও একই দিন সন্ধ্যায় ইজিবাইকের ধাক্কায় আহত দুই শিশু চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাত ভাই-বোন। জানা গেছে, রবিবার সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কামারপাড়ার ললিত চন্দ্রের ছেলে ধীমান (৫) ও অশ্বিনী চন্দ্র রায়ের মেয়ে বীথি রানী (৪) বাড়ির সঙ্গে লাগোয়া ঠেলাপীর-হাজারীহাট পাকা সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি ইজিবাইক তাদের ধাক্কা দেয়। গুরুতর আহত দুই শিশুকে প্রথমে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার ভোরে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। অপর দিকে রংপুরগামী বিআরটিসির বাসের ধাক্কায় রবিবার বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর বাইপাসের বসুনিয়া মোড়ে বাইসাইকেল আরোহী জালাল উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। জালাল উদ্দিন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সিদ্দিকীয়া তেলিপাড়া গ্রামের বাসিন্দা।
×