ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:২৭, ২৪ মে ২০১৬

নেত্রকোনায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ মে ॥ জেলার দুর্গাাপুর উপজেলার বগাউড়া মাইজপাড়া গ্রামের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একই উপজেলার পলাশগড়া গ্রামের আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ওই ধর্ষককে ধর্ষণের পর কিশোরীর গর্ভে জন্ম নেয়া পুত্র সন্তানের পিতা হিসেবেও সাব্যস্ত করেছেন। রবিবার বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন। উল্লেখ্য, ২০০৯ সালের ১২ মে বগাউরা মাইজপাড়া গ্রামের ওই কিশোরী পুটিমারি বাজারে যাওয়ার পথে অপহৃত হয়। অপহরণকারী আব্দুস সাত্তার কিশোরীকে গাজীপুরে নিয়ে আটকে রাখে এবং ধর্ষণ করে। নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ মে ॥ পীরগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে অমøান নামে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্র নদীর পানিতে ডুবে মারা গেছে। তার বাড়ি দিনাজপুরের বালুবাড়িতে। এলাকাবাসী জানায়, রবিবার সকালে অম্লান পীরগঞ্জের মুন্সিপাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুরে বাড়ির পাশে লাছি নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রংপুরে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিকল্প কর্মসংস্থানের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিড়ি শ্রমিকরা। রবিবার বেলা ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও প্রেসক্লাব চত্বরে ফিরে গিয়ে সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিড়ি শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাদের আয় রোজগার ভাল না, তারা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে। সব শ্রমজীবী মানুষের অবস্থার পরিবর্তন হলেও বিড়ি শ্রমিকদের অবস্থার কোন পরিবর্তন হয়নি। বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পল্লী বিদ্যুতের ঝুলে পড়া তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রবিবার বিকেলে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদারহাট এলাকায় মালেক হাওলাদার (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পুত্র মিজানুর রহমান জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে তাদের বাড়ির পাশের কলাগাছের ক্ষেত ক্ষতিগ্রস্ত হলে সেখানে রবিবার বিকেলে কাজ করতে যান তার বাবা। এ সময় পল্লী বিদ্যুতের পড়ে থাকা তারে জড়িয়ে তার বাবা মারা যায়। বখাটের তিন মাসের কারাদ- স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার বাটাজোর মহিলা কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির সময় রবিবার সকালে এলাকাবাসীর হাতে আটককৃত বখাটেকে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। থানার এসআই সিদ্দিকুর রহমান জানান, বাটাজোর রাবেয়া ফজলে করীম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পূর্ব চন্দ্রহার গ্রামের সুদেব রায়ের কন্যা সুস্মিতা রায়কে কলেজে আসা-যাওয়ার পথে যৌন হয়রানি করে আসছিল পশ্চিম চন্দ্রহার গ্রামের নিত্যানন্দ তালুকদারের বখাটে পুত্র রিমন তালুকদার (২৮) ও তার সহযোগীরা। রবিবার সকালে কলেজে আসার সময় সুস্মিতাকে পুনরায় যৌন হয়রানি করার সময় এলাকাবাসী ধাওয়া করে রিমনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। বিয়ারসহ গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৩ মে ॥ দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গোডাউন থেকে রবিবার রাতে বিপুল বিদেশী বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মাদকদ্রব্য আইনে মামলা করে কোর্টে চালান করা হয়েছে তাদের। গ্রেফতারকৃতরা হলোÑ ওই ইউনিয়নের জিংলাতুলি গ্রামের আব্দুস সালামের পুত্র রুবেল মিয়া এবং গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের আবু মিয়ার পুত্র মামুন মিয়া। জানা যায়, রবিবার গভীর রাতে গৌরীপুর বাজারে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কার্টন বিদেশী বিয়ার আটক করে পুলিশ। পরে চালকের দেয়া তথ্যমতে উপজেলার জিংলাতলী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লার মালিকানাধীন রায়পুর আরডিবি মৎস্য প্রকল্পের গোডাউন থেকে ১৫ কার্টন বিদেশী বিয়ার উদ্ধার করে এবং গোডাউনের নিরাপত্তাকর্মী রুবেলকে আটক করে। সরকারী চাল উদ্ধার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জে খোলা বাজারে বিক্রি না করে গুদামে মজুদ করে রাখা চার শতাধিক বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুলিশ রতনগঞ্জ বাজার এলাকার সুলভ আহমদের গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে। জকিগঞ্জ খাদ্যগুদামের তত্ত্বাবধায়ক লাকি রানী দে বলেন, খাদ্য অধিদফতরের সিলমোহরযুক্ত ওই চার শতাধিক বস্তা চাল টিআর, কাবিখার। এ বছর টিআর, কাবিখার জন্য নগদ টাকা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, উদ্ধারকৃত চাল ডিও লেটারের বলে গুদামের মালিক সুলভ আহমদ দাবি করলেও তিনি সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। ৭০ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বোদায় অগ্নিকা-ে ১৬ পরিবারের ৭০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার পরিত্র শবে-ই-বরাতের দিন বেংহারি বনগ্রাম ইউপির পামের ডাংগা গ্রামে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ পামেরপাড়া গ্রামের সফিকুল মুন্সির বাড়ি থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। আসামি গ্রেফতার দাবিতে অনশন সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৩ মে ॥ পীরগঞ্জ উপজেলার অতরগাঁও গ্রামের এক ব্যক্তিকে মারপিট করায় তিন শতাধিক হিন্দু পুরুষ ও মহিলা আসামি গ্রেফতারের দাবিতে থানায় অনশন করেছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানায় অনশন পালন করা হয়। এ সময় তারা মামলার আসামি ফরহাদ আলীসহ ১৫ জনকে গ্রেফতারের দাবি করেন। জানা গেছে, রবিবার বিকেলে রাংগালীকুড়া গ্রামের আব্দুর সোবহানের পুত্র ফরহাদ আলী উজ্জোলকোঠা বাজারে বিনত চন্দ্র রায়ের হোটেলে চা পান করতে যায়। হোটেল কর্মচারী লক্ষী কান্ত ফরহাদ আলীকে চা দিতে দেরি করায় ফরহাদ আলী লক্ষী কান্তকে কিল ঘুষি মারেন।
×