ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে নৌবাহিনী

প্রকাশিত: ০৬:২৬, ২৪ মে ২০১৬

ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে নৌবাহিনী

গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগস্তদের উদ্ধার ও ত্রাণ কার্যে নৌবাহিনীর ৬টি জাহাজ ও হাইস্পিড বোটসহ প্রায় পাঁচ শতাধিক নৌসদস্য বাংলাদেশের উপকূলবর্তী দ্বীপ কুতুবদিয়া, মহেশখালী ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। এছাড়া টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে নৌবাহিনীর বেশ কয়েকটি দল ব্যাপক তল্লাশী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কুতুবদিয়া, মহেশখালী ও তৎসংলগ্ন এলাকায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য নৌবাহিনীর একাধিক কন্টিনজেন্ট নিয়োগ করা হয়েছে, যারা ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তাসহ নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করে যাচ্ছে। ত্রাণকার্যে ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যসামগ্রীসহ চাল, ডাল, গুড়, লবণ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জীবনরক্ষাকারী ঔষধ নৌবাহিনীর জলযানযোগে ক্ষতিগ্রস্ত এলাকায় নেয়া হয়েছে এবং তা বিতরণের কার্যক্রম চলছে। দুর্গত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনী এই ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসাসেবা চালিয়ে যাবে। -আইএসপিআর গাজীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৩ মে ॥ গাজীপুর জেলা ছাত্রলীগের দেলোয়ার হোসেনকে সভাপতি ও জাহিদুল আলম রবিনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক পত্রে গাজীপুর জেলা ছাত্রলীগের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য গঠিত এ কমিটি ১২ মাস ১৬ দিন পর পূর্ণাঙ্গ করা হয়েছে। বঙ্গবন্ধু কবিতা উৎসব নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ মে ॥ বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে পর্যটন মোটেল ও ইয়ুথ ইন কনফারেন্স হলরুমে জেলা প্রশাসক একেএম শামিমুল হক এ উৎসবের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন রাজু আলীম। ঢেউটিন বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিত্তবানদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম সালেহবাগ দ্বীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় নিজস্ব অর্থায়নে ঢেউটিন বিতরণ করা হয়েছে। চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সোমবার সকালে তার নিজস্ব অর্থায়নে ৫০ হাজার টাকা মূল্যের টিন বিতরণ করেন। মাদ্রাসা কমপ্লেক্স মাঠে টিন বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ মাদ্রাসার পরিচালক সুফী মোহাম্মদ হোসেন করিম।
×