ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরেকটি মুকুট জুভেন্টাসের

প্রকাশিত: ০৬:২১, ২৪ মে ২০১৬

আরেকটি মুকুট জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান কাপেও চ্যাম্পিয়ন জুভেন্টাস। আলভেরো মোরাতার একমাত্র গোলের সৌজন্যে এসি মিলানকে হারিয়ে ইতালীয় কাপ ফুটবলের শিরোপা জয়ের স্বাদ পায় তারা। শনিবার কোপা ইতালিয়ার ফাইনালে ১-০ গোলে এসি মিলানকে পরাজিত করে। সেই সঙ্গে গত ২০ বছরের মধ্যে ইতালির প্রথম কোন ক্লাব হিসেবে এক বছরের মধ্যে লীগ ও কাপ শিরোপা ঘরে তুলতে সক্ষম হলো জুভারা। অপরদিকে এই পরাজয়ের কারণে সাতবারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা আগামী মৌসুমে ইউরোপা কাপে অংশগ্রহণের সুযোগ পাবে না। তাদের পরিবর্তে লীগের ষষ্ঠ স্থানে থাকা সাসুওলো ইউরোপা লীগে অংশগ্রহণের সুযোগ লাভ করল। এদিন ম্যাচ জয়ের জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুই করেছিল এসি মিলান। প্রতিপক্ষের ওপর তীব্র চাপ সৃষ্টির মাধ্যমে ম্যাচটিকে একপেশে ম্যাচেও পরিণত করেছিল তারা। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের। সফল ফিনিশিংয়ের অভাবে বার বার গোল আদায়ে ব্যর্থ হতে হয়েছে সাতবারের ইউরো চ্যাম্পিয়নদের। ইউনাইটেডের নতুন কোচ মরিনহো স্পোর্টস রিপোর্টার ॥ দুই দিন আগেই ক্লাবকে এফএ কাপের শিরোপা উপহার দিলেন লুইস ভ্যান গাল। দীর্ঘ এক যুগ পর ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্টের শিরোপা জেতায় অনেকেই ভেবেছিলেন ডাচ কোচের চাকরিটা সম্ভবত টিকে থাকতে পারে। লুইস ভ্যান গাল তাই ছয় মাস ধরে নিয়মিত হয়ে যাওয়া বরখাস্তের গুঞ্জন মাথায় না নিয়ে সোমবারও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে অনুশীলন করেন। কিন্তু শেষ রক্ষা আর হলো কোথায়! আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা না আসলেও বৃটিশ দৈনিকগুলো তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, লুইস ভ্যান গালকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটির নতুন কোচ হিসেবে জানিয়েছে, আরও আগে থেকেই নিশ্চিত হয়ে যাওয়া জোশে মরিনহোর নাম।
×