ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংলিশ পেস তণ্ডবে ধরাশায়ী লঙ্কানরা

প্রকাশিত: ০৬:২০, ২৪ মে ২০১৬

ইংলিশ পেস তণ্ডবে ধরাশায়ী লঙ্কানরা

স্পোর্টস রিপোর্টার ॥ হেডিংলি টেস্টে তিন দিনে ইনিংস ও ৮৮ রানের বিশাল ব্যবধানে হারল সফরকারী শ্রীলঙ্কা! দৃশ্যত তিন দিন হলেও বাস্তবে মাত্র ৭২ ওভারেই অতিথিদের বিধ্বস্ত করে তিন ম্যাচের ‘ইনভেস্টেক’ সিরিজে ১-০তে এগিয়ে গেল এ্যালিস্টার কুকের ইংল্যান্ড। কারণ প্রথম ইনিংসে ইংলিশদের ২৯৮’র জবাবে ৩৬.৪ ওভারে ৯১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে লঙ্কানরা। এ্যাঞ্জেলো ম্যাথুসের দল এবার ৩৫.৩ ওভারে অলআউট ১১৯ রানেÑ অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ম্যাচে তাদের আয়ু ৭২ ওভার ১ বল! এ্যান্ডারসন আগুন বোলিংয়ে পুড়ে ছাড়খার অতিথিরা। ৫টি করে মোট ১০ উইকেট নিয়েছেন ইংল্যান্ড ইতিহাসের সফলতম এই পেসার। তবে একমাত্র ইনিংসে চাপের মুখে ১৪৫ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন জনি বেয়ারস্টো। শুক্রবার চেস্টার-লি-স্ট্রিটে শুরু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। সফরের শুরুতেই অধিনায়ক ম্যাথুস বলেছিলেন, ঘরের মাটিতে ইংল্যান্ড ভয়ঙ্কর দল, তার চেয়েও বড় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। ইংলিশ পেসাদের সামনে চ্যালেঞ্জটা তাদের টপ-অর্ডার ব্যাটিংয়ের। সেটিই হয়েছে। স্বাগতিক পেস আক্রমণের সামনে একেবারে ভেঙ্গে পড়েছে লঙ্কান ব্যাটিং। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৩৪ ম্যাথুসের, দুই অঙ্কের দেখা পেয়েছেন আর লাহিরু থিরিমান্নে (২২), দীনেশ চান্দিমাল (১৫) ও কুশল সিলভা (১১)। এ্যান্ডারসন ৫ ও স্টুয়ার্ট ব্রড নেন ৪টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে কুশল মেন্ডিজের হাফ সেঞ্চুরি (৫৩) ছাড়া দুই অঙ্কের স্কোর দ’জনের! এবারও এ্যান্ডারসনের শিকার ৫। ৪৫ রান দিয়ে ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। বোলিং গড় ৪.৫Ñ ১৯৬১ সালে ফ্রেড ট্রম্যানের পর যা ইংলিশ পেসারদের মধ্যে সেরা। ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ, ইনজুরিতে পড়েছেন প্রতিভাবান অলরাউন্ডার বেন স্টোকস। দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না তিনি। পরিবর্তে ৬ টেস্ট খেলা ক্রিস ওকসকে নেয়া হয়েছে। হেডিংলিতে বাঁ পায়ের হাঁটুর ইনজুরিতে পড়েন স্টোকস। শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যান। নিউজিল্যান্ডে জন্ম নেয়া ২৪ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান শেষ ম্যাচেও খেলতে পারবেন কি না, সেটি নিয়েও সংশয় রয়েছে। তার হাঁটুর স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট দেখে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে আলোচিত কুশল পেরেরাকে দলভুক্ত করেছে সফরকারী শ্রীলঙ্কা। গত বছরের ডিসেম্বরে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার দায়ে ক্রিকেটে নিষেধাজ্ঞার আওতায় পড়েছিলেন তিনি। তবে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে গত ১১ মে নিষেধাজ্ঞা তুলে নেয় আইসিসি! এরই সুবাদে এবার শ্রীলঙ্কা দলে ফিরলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
×