ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বয়স্করাও আসক্ত ইন্টারনেটে

প্রকাশিত: ০৫:৫৫, ২৪ মে ২০১৬

বয়স্করাও আসক্ত ইন্টারনেটে

তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেট খুবই জনপ্রিয়। তবে পিছিয়ে নেই বয়স্করাও। গত কয়েক বছরে বয়স্কদের মধ্যেও ইন্টারনেট ব্যবহারের প্রবণতা লক্ষণীয় হারে বেড়েছে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। ইংল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওএনএস) দেয়া তথ্যানুযায়ী, বর্তমানে তিন ভাগের দুই ভাগ মানুষ যাদের বয়স ৭৫ বছরের উর্ধে, তারা একবারের জন্যও ইন্টারনেট ব্যবহার করেননি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, ২০১১ সালের পর এই শ্রেণীর মানুষের মধ্যে ইন্টারনেটের ব্যবহারের হার দ্বিগুণ হয়েছে। গবেষণায় সবচেয়ে মজার যে তথ্যটি উঠে এসেছে তা হলো, ইংল্যান্ডে ২৫ শতাংশ বয়স্ক ব্যক্তি যারা শারীরিকভাবে অক্ষম তারাও ইন্টারনেট ব্যবহার করেন। গত তিন মাসে দেশটিতে প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল চার কোটি ৬০ লাখ বা ৮৮ শতাংশ। ২০১৬ সালের প্রথম তিন মাসে শুধু লন্ডনে ৯১ শতাংশ মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করছেন। প্রতিষ্ঠানটির জরিপ এবং অর্থনীতি বিভাগের এক কর্মকর্তা পিট লি জানান, ২০১১ সাল থেকে ৭৫ বছরের বেশি বয়স্ক নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহার বেড়েছে ১৬৯ শতাংশ। আর ৭৫ বছরের বেশি বয়স্ক যেসব ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছিলেন তাদের বড় একটি অংশ নিয়মিতভাবে ইন্টারনেট আর ব্যবহার করেন না। আর এর মধ্যে ৫ শতাংশ মানুষ ২০১৬ সালের শুরুতে ইন্টারনেট ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। -বিবিসি
×