ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাশকতার মামলায় মেয়র মান্নান এক দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ মে ২০১৬

নাশকতার মামলায় মেয়র মান্নান এক দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৩ মে ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে টঙ্গী থানার নাশকতার মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলাম রবিবার দুপুরে শুনানি শেষে ওই আদেশ দেন। গাজীপুরের কোর্ট পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় অধ্যাপক এম এ মান্নানকে রবিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে তদন্তকারী কর্মকর্তা এসআই মিটু শেখ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ওই আদালতের বিচারক শহীদুল ইসলাম। এর আগে চলতি বছরের ৪ মে জয়দেবপুর ও কালিয়াকৈর থানার পৃথক দুটি নাশকতার মামলায় অধ্যাপক এমএ মান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নাশকতার ঘটনায় জড়িত থাকায় অধ্যাপক এমএ মান্নানকে গত ১৫ এপ্রিল রাতে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ওই রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, কালিয়াকৈরের আনসার একাডেমির সামনে এবং টঙ্গীর টিএন্ডটি আলিফ কমিউনিটি সেন্টারের সামনে গাড়িতে অগ্নিসংযোগসহ পৃথক নাশকতার ঘটনা ঘটে। এ তিনটি ঘটনায় অধ্যাপক এমএ মান্নানকে প্রধান আসামি করে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মান্নানসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল ॥ জিসিসির সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নান, তার পুত্র ও পুত্র বধূসহ ৩৯ জনের বিরুদ্ধে নাশকতার মামলায় গাজীপুর আদালতে চার্জশীট জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই বাচ্চু মিয়া গত ১২ মে আদালতের পুলিশ পরিদর্শকের কাছে চার্জশীটটি জমা দিয়েছেন। এসআই বাচ্চু মিয়া জানান, চার্জশীটে অধ্যাপক এমএ মান্নান ছাড়াও তার ছেলে এম মঞ্জুরুল করিম রনি, পুত্রবধূ তাপসী তন্ময় চৌধুরী, রনির শ্বশুর শাহরুম চৌধুরী রুমি ও শাশুড়ি আসমা বেগম আভাসহ ৩৯ জনের বিরুদ্ধে নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাদের নামে চার্জশীট প্রদান করা হয়েছে।
×