ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিটে আয় কমবে যুক্তরাজ্যের প্রতিটি পরিবারের

প্রকাশিত: ০৪:২৪, ২৪ মে ২০১৬

ব্রেক্সিটে আয় কমবে যুক্তরাজ্যের প্রতিটি পরিবারের

ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলে যুক্তরাজ্যের প্রতিটি পরিবারের বর্তমান খরচ ৩ শতাংশ বেড়ে যাবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। প্রতি পরিবারে খাবার ও পোশাকের বাৎসরিক খরচ গড়ে ২শ’ ২০ পাউন্ডে পৌঁছাবে বলেও জানান তিনি। এর আগে, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান তেসকো। ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য নেতিবাচক হবে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের সাবেক এ্যাটর্নি জেনারেল পিটার স্যান্ডারল্যান্ডও। সম্প্রতি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক সাক্ষাতকারে ব্রেক্সিটের সিদ্ধান্তকে ‘পাগলামি’ বলে উল্লেখ করেন স্যান্ডারল্যান্ড। -অর্থনৈতিক রিপোর্টার চট্টগ্রামে স্থাপন করা হচ্ছে স্বতন্ত্র গার্মেন্টস পল্লী অবশেষে বন্দরনগরী চট্টগ্রামে স্থাপন হতে যাচ্ছে বিজিএমইএ এ্যাপারেল নামে স্বতন্ত্র গার্মেন্টস পল্লী। কালুরঘাট বিসিক শিল্প এলাকায় সাড়ে দশ একর জায়গার ওপর সিটি কর্পোরেশনের সহায়তায় এ গার্মেন্টস পল্লী গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে দু’পক্ষরে মধ্যে চুক্তিও স্বাক্ষর হয়েছে। আগামী আগস্ট থেকে শুরু হবে এর নির্মাণ কাজ। দু’দশক আগেও পোশাক তৈরি খাতের মোট জাতীয় আয়ের ৪১ শতাংশ ছিল চট্টগ্রাম থেকে উৎপাদিত পণ্যের। কিন্তু সময় যতই গড়িয়েছে নানা সমস্যায় পড়ে এ খাত ততই সংকুচিত হয়েছে। বর্তমানে আয়ের পরিমাণ ১২ শতাংশে নেমে এসেছে। এর মাঝে যুক্ত হয়েছে এ্যার্কড-এ্যালায়ন্সেরে নানা শর্ত। এ শর্তের কবলে পড়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ক’টি কারখানা। এ অবস্থায় এগিয়ে এসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ্যার্কড-এ্যালায়ন্সেরে নীতিমালা অনুযায়ী নতুন কারখানা তৈরির জন্য নগরীর কালুরঘাট ভারি শিল্প এলাকায় দশ একর জায়গা দেয়া হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। -অর্থনৈতিক রিপোর্টার
×