ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিএসইর ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৪:২১, ২৪ মে ২০১৬

সিএসইর ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। সিএসই’র চট্টগ্রাম অফিসের কনফারেন্স হলে ২১ মে ২০১৬ তারিখে বিকেল ৩টায় অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ অনুমোদন করে। এ সময় সিএসই চেয়ারম্যান ড. আবদুল মজিদ এজিএমে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন সিএসই পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর মোহাম্মদ আইয়ুব ইসলাম, ডাঃ মইনুল ইসলাম মাহমুদ, শওকত হোসাইন, মির্জা সালমান ইস্পাহানী, মোঃ খাইরুল আনাম চৌধুরী, মোঃ মহিউদ্দিন, মোঃ সামশুল ইসলাম, মোঃ গোলাম ফারুক (এক্টিং এমডি) এবং রাজিব সাহা (কোম্পানি সচিব)। কোম্পানি আইন অনুযায়ী মোঃ মহিউদ্দিন বোর্ড থেকে অবসর গ্রহণ করেন এবং একই দিন সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত শেয়ার হোল্ডারদের ভোটে অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম সিএসই পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে নির্বাচিত হন। সিএমসি কামালের ইজিএম ১২ জুন অর্থনৈতিক রিপোর্টার ॥ সিএমসি কামাল টেক্সটাইল মিলসের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১২ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে। ডিএসই সূত্রে জানা গেছে। সূত্র জানায়, ওইদিন দুপুর ২টায় অল কমিউনিটি ক্লাব, হাউস-৪০, রোড-৩৫, গুলশান-২ এ কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন বাড়ানো ও বন্ড ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত হয়।
×