ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চারদিন পর পুঁজিবাজারে মিশ্র প্রবণতা

প্রকাশিত: ০৪:২০, ২৪ মে ২০১৬

চারদিন পর পুঁজিবাজারে মিশ্র প্রবণতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা চার দিনে পুঁজিবাজারে সূচকের উর্ধগতির পরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের পরিমাণও কমে গেছে। ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১২ শতাংশ লেনদেন কমেছে। দিনটিতে প্রধান সূচক মাত্র ১ পয়েন্ট বাড়লেও সিলেকট্রিভ ক্যাটাগরি বা সিএসইএক্স এবং শরীয়াহ সূচকটিরও পতন ঘটেছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৩৬৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫৫ কোটি ২১ লাখ টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছিল ৪২৪ কোটি ৭৬ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু করেছিল ডিএসই। কিন্তু কিছুক্ষণ পরেই সূচকের পতন ঘটে। এরপরে আবার সূচক বাড়তে থাকে। এভাবে দিনভর সূচকের ওঠানামা শেষে ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স মাত্র ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে। তবে কমেছে অপর দুই সূচক। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, ডরিন পাওয়ার, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও এসিআই। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আইপিডিসি, ভ্যানগার্ড মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এবি ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, হামিদ ফেব্রিক্স, ওরিয়ন ইনফিউশন ও জাহিন টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : জাহিন স্পিনিং, মডার্ন ডাইং, প্রিমিয়ার ব্যাংক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এসিআই, আইসিবি ১ম এনআরবি, আইসিবি এমপ্লয়ীজ ১ম মিউচ্যুয়াল ফান্ড, প্রভাতী ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও বিডি অটোকারস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
×