ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাবলম্বী নারী

প্রকাশিত: ০৪:১২, ২৪ মে ২০১৬

স্বাবলম্বী নারী

স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে পথে পথে ঘুরছেন বহুদিন। অভাব-অনটনে কাউকেই কাছে পাননি। নিজের জেলা টাঙ্গাইল ছেড়ে অবশেষে ঢাকায় এসে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন হাফিজা বেগম (৪৫)। স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন পান-সিগারেটের ব্যবসা। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করেন। এখন হাফিজা ভাল আছেন। রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে সোমবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। সাইকেলে ব্যবসা ১৭ বছরের তরুণ বাবু। থাকেন রাজধানীর বেগুনবাড়ি এলাকায়। পড়ালেখার পাশাপাশি ছোট্ট একটি ব্যবসাও করেন। স্কুল থেকে ফিরে যখন একটু সময় পান নিজের বাইসাইকেলে নগরীর বিভিন্ন গলিতে মুরগি বিক্রি করেন। মূলত সংসারের হাল ধরতেই মুরগি ব্যবসার ধারণা তার মাথায় আসে। রাজধানীর কাওরানবাজার এলাকা থেকে সোমবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×