ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিল্কি হত্যার আসামি আরিফের জামিন স্থগিত

প্রকাশিত: ০৪:১২, ২৪ মে ২০১৬

মিল্কি হত্যার আসামি আরিফের জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম মিল্কি হত্যা মামলার আসামি আরিফ হোসেনের হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছে আপীল বিভাগ। সেমিনারে যোগ দিতে তুরস্কে যাওয়ার অনুমতি না দেয়ার অভিযোগে সুপ্রীমকোর্টের জামায়াত ও বিএনপি পন্থী দুই আইনজীবী পৃথক পৃথক রিট করেছেন হাইকোর্টে। বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে পুরনো কোন মামলায় গ্রেফতার না দেখানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) সাবেক কার্যকরী পরিষদের সভাপতি মাঈনুদ্দিন খান বাদলের এমপি পদ (চট্টগ্রাম-৮) অবৈধ ও বেআইনী দাবি করে তা শূন্য ঘোষণার জন্য লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। মিল্কি হত্যা মামলার আসামি আরিফ হোসেনের হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছে আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপীল বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করার রুলের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর র‌্যাবের হাতে গ্রেফতার তারেক কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
×